পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १> ] বাদসাহী আমলে তিনি উক্ত পদ পরিত্যাগ করিয়া আপনাদের জায়গীরে প্রত্যাবৃত্ত হন। সুলেমান প্রথমতঃ সেলিম সাহ কর্তৃক বিহারের সুবেদার নিযুক্ত হইয়াছিলেন। তাহার পর স্বযোগক্রমে তিনি বাঙ্গলা অধিকার করেন। সুলেমান পরিশেষে উড়িষ্যাও অধিকার করিয়াছিলেন। র্তাহার সময়েই প্রথমে উড়িষ্য হিন্দুরাজদিগের নিকট হইতে অধিকৃত হয়। সুপ্রসিদ্ধ কালাপাহাড় সুলেমানের সেনাপতি ছিলেন। * (৭) হোমাঙএর বৃহৎ গোষ্ঠী তাহার সন্তানদের মধ্যে কলহ—বসুমহাশয় হুমায়ুনের গোষ্ঠীকে বৃহৎ বলিয়াছেন, ও র্তাহার সন্তানদের মধ্যে কলহবিবাদের জন্য সুবা বাঙ্গলার তহসিল তাগাদ হয় নাই বলিয়াছেন। তাহার উক্তি আংশিক সত্য। হুমায়ূনের গোষ্ঠ বৃহৎ না হইলেও তাহার সন্তানদের মধ্যে যে বিবাদবিসম্বাদ ঘটিয়াছিল তাহা সত্য। আকবর ও র্তাহার ভ্রাতা মির্জ হাকিমের মধ্যে কাবুল লইয়া বিবাদ ঘটে, কিন্তু তজ্জন্য সুবাজাতের তহসিলের বিশেষ কোন বাধা ঘটে নাই। আফগানদিগের সহিত বহুকাল ব্যাপিয়া যুদ্ধ করিতে হইয়াছিল বলিয়া কেবল বাঙ্গল নহে, ভারতের অধিকাংশ প্রদেশেই মোগলশাসন বদ্ধমূল হইতে বিলম্ব ঘটিয়াছিল। - (৮ ) বাদসাহের অনুগ্রহে অনুগৃহীত হইয়া— বাঙ্গলা অধিকারের অব্যবহিত পরেই সুলেমান উপঢৌকনাদি সহ প্রতিনিধি পাঠাইয়া বাদসাঠের অনুগ্রহ প্রার্থনা করায়, বাদশাহ তাহার প্রতি সন্তুষ্ট হন। ইহা ঐতিহাসিক কথা। (আকবরনামা দ্বিতীয় খণ্ড ও ইয়াটের বাঙ্গলার ইতিহাস দেখ । ) (১) শিবানন্দ-কুলাচার্যগণ শিবানন্কে দিল্লীশ্বরের মন্ত্রী ও ভবানন্দকে গৌড়মন্ত্রী বলিয়াছেন : —