পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १२ ] ‘‘শিবানন্দো মহাজ্ঞানী সৰ্ব্ববিদ্যাবিশারদ: | বৃহস্পতিসমো বাগ্মী কন্দৰ্প ইব রূপবান। দিল্লীশ্বরস্ত মন্বিত্বং তথা তেন হি লভ্যতে। দানে কর্ণসমঃ সোহপি গুণে চ বাসবোপমঃ ॥ ভবানন্দো মহাপ্রাজ্ঞে গৌরমন্ত্রী বভূব হ৷” শিবানন্দ যে গৌড়ের কাননগো দপ্তরের কর্তী হইয়াছিলেন ইহাঙ্গ প্রকৃত। কুলাচাৰ্য্যদিগের বর্ণনা হইতেও শিবানন্দকে তিন ভ্রাতার মধ্যে শ্ৰেষ্ঠ বলিয়া জানা যায়। (১০) দাউদকে সুবাদারী আসনে বসাইল—৯৮১ (বদোনির মতে ৯৮০ ) হিজরী বা ১৫৭৩ খৃষ্টাব্দে সুলেমান কিরানীর মৃত্যু হইলে তাহার জ্যেষ্ঠপুত্র বায়জিদ সিংহাসনে বসেন। ৫।৬ মাস পাব তাহাকে নিহত করিয়া তাহার ভগিনীপতি হস্তু রাজ্যলাভের চেষ্টা করিলে লোদী কর্তৃক সেও নিহত হয়, এবং দাউদ সিংহাসনে উপবিষ্ট হন। এ সম্বন্ধে তারিখ দাউদি প্রণেতা আবদুল্লা এইরূপ বলেন —“On the death of Sulaiman, his eldest son Bayazid succeeded his father. * * * He showed a desire of getting rid of his father's courtiers. On this account, several of the nobles joined themselves with the son-in-law and nephew of Hazrat Aly (Sulaiman ) the latter of whom by name Hasu, was of weak intellect and put Mian Bayazid to death. Mian Lodi a grandee of Mian Sulaiman who held the chief authority in the State, gained over the Asgans, and rasied Daud, the youngest son of Hazrat Ali to the throne,with the tittle of Daud (Shah) (Elliot's His