পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २ ] এইমতে কতককাল গত হইলে রামচন্দ্রের প্রতি দেবতার অল্প গ্ৰহ তাহাতে ক্রমে২ তাহার তিন জন পুত্র সন্তান জন্মিল তাহারদের জোষ্টেল নাম রাখিলেন ভবানন্দ মধ্যমের নাম গুনানন্দ কনিষ্ঠের নাম শিবানন্দ তাহারা তিন ভ্রাত আপনাদের জাতি ব্যবসা লেখা পড়ায় তিনজনেই পটু হইল পারসি ও বাঙ্গল. ও নাগরি আদিতে মূৰ্ত্তিমন্ত তন্মধ্যে রামচন্দ্রেব কনিষ্ঠপুত্র শিবানন্দ অধিক ক্ষমতাপম্ব। কাননগো দপ্তরে আপন বাপের প্রষ্ঠে কাৰ্যকৰ্ম্ম করিতেছিল ইতিমধ্যে সে দপ্তরের শিরিস্তাদার কান্তার নামে একজন কটকী ছিল তাহার সহিং শিবানন্দের অপ্রণয় হইয়া সে হইতে উৎখ্যাত হইয় গৌড়ে রাজধানি স্থানে গতি করিলেন । সে সময়ঃগৌড়ে বাদসাহি কোট বাঙ্গাল ও বেহারের খালিসা সেই স্থানে তাহার অধিবক্ষ্য নবাব ছোলেমান গররানি (৬) নাম পাঠান ছোলেমানের পূর্বাবধি কিছু এমত ঐশ্বৰ্য্য ছিল না দৈবক্রমে তাহারি কিছুকাল পূৰ্ব্বে বাঙ্গালা ও বেহার ও উড়িস্ব তিন সবার কর্তা হইয়া মহা ঐশ্বৰ্য্যমন্ত হইয়াছিল তাহার বিবরন এই ৷ যেকালে দিল্লির তত্তে হোমাঙ, বাদসহ তখন ছোলেমান ছিলেন কেবল বঙ্গ ও বেহারের নবাব পরে হোমাঙ, বাসাহের ওফাত হইলে হেদোস্তানে বাদসাহ হইতে ব্যাজ হইল একারণ হোমাঙ, ছিলেন বৃহত গোষ্ঠী তাহার অনেক গুলিন সন্তান তাহারদের আপনার মধ্যে আত্মকলহ হইয়া বিস্তর২ ঝকড়া লড়াই কাজিয়া উপস্থিৎ ছিল (৭) ইহাতে সুবাজাতের তহশিল তাগাদ কিছু হইয়াছিল না। এই অপকাশ ক্রমে ছোলেমান সেনা সর্জ্য করিয়া সে সুবাও আপন করতল করিলেন এবং দুই তিন বৎসর পর্য্যন্ত তিন সবার কতৃত্ব নিস্করে করিলেক ইহাতে ভাওরাবধি ধনে পরিপূর করিলেন।