পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १७ ] কথা বলিয়াছেন। ( ২১ ) টপ্পনী দেখ। সেখানে তোড়লমলের নিকট হইতে উক্ত উপাধি পাওয়া বুঝায়। তাহা হইলে কুলাচাৰ্য্যদিগের উক্তির সহিত ঐক্য হয় । কিন্তু দাউদের নিকট হইতেই উপাধি পাওয়া সম্ভব। (১২) কর দিব না—দাউদ যে আপনার সৈন্তসংখ্যা ও ধনসম্পত্তি পৰ্য্যবেক্ষণ করিয়া বাদসাহের অধীনতা ছেদন করিয়াছিলেন, ইহাও ঐতিহাসিক সত্য। মুসল্মান ঐতিহাসিকগণ একবাক্যে ইহার উল্লেখ করিয়াছেন। নিজাম উদ্দীন আহম্মদের গ্রন্থে সুস্পষ্টরূপে ইহার উল্লেখ আছে। (ইয়াটের বঙ্গল ইতিহাস দেখ )। (১৩) দক্ষিণ দেশে যশহর # % * চাদ খা মছন্দরীর জমিদারি ছিল—বস্থমহাশয়ের মতে বিক্রমাদিত্য প্রভৃতিব নগর স্থাপনের পূৰ্ব্বেও সেই স্থানের যশহর নাম ছিল। কুলাচাৰ্য্যদিগের গ্রন্থ হইতে বুঝা যায় যে, বিক্রমাদিত্যই বশহরের স্থাপয়িতা — “শ্ৰীহরি স্তস্ত পুত্রশ বিক্রমাদিত্যসংজ্ঞকঃ । পুরং যশোহরং রম্যং গজবাজীসমন্বিতং ॥ স্থাপয়ামসি স প্রাজ্ঞ স্তত্ৰোবাস প্রযত্নতঃ ॥” বসুমহাশয়ের মতে যশোহরের অস্তিত্ব থাকিলেও বিক্রমাদিত্য কর্তৃক উক্ত নগর প্রতিষ্ঠিত হয়। সুতরাং কুলাচাৰ্য্যদিগের সহিত বিশেষ কোন অনৈক্য দেখা যায় না। বিক্রমাদিত্য কর্তৃক যে যশোরের প্রতিষ্ঠা ওয়েষ্টল্যাণ্ড প্রভৃতি প্রবাদাবলম্বনে তাহাই উল্লেখ করিয়াছেন। এই উপলক্ষে কিরূপে ভিন্ন ভিন্ন যশোরের উৎপত্তি হইয়াছিল ওয়েষ্টল্যাণ্ড তাহারও উল্লেখ করিয়াছেন। ওয়েষ্টল্যাণ্ড বলেন— “The name of Jessore continued to attach itself to the estates which Pratapaditya had possessed. The foujdar, or military governor, who had charge of them,