পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

and who, as we should see, was located at Mirza-nagar, on the Kabadak, was called foujdar of Jessore ; and when the head quarters of the district, which still differed not much in its boundaries from what it had been Pratapaditya's time, were brought Murali and thence to Kasba (where they now are ) the name Jessore was applied to the town where courts and catcharies thus were located." (Westland's Jessore 2nd ed. p 25.) এইখানে আমরা যশোবের নামোৎপত্তি সম্বন্ধে কিছু বলিতে চাই । যাহারা বলেন যে গৌড়ের যশ হরণ করায় তাহার যশোহর নাম হয়, তাহাদের উক্তির মূল নাই, কারণ, বিক্রমাদিত্যের নগর প্রতিষ্ঠার পূৰ্ব্বেও তাহার যশোর নাম ছিল । সংস্কৃত তন্ত্রাদিতে যশোহর নাই, কিন্তু যশোর আছে, যথা—তন্ত্রচূড়ামণিতে “যশোরে পাণিপদ্মঞ্চ” । দিগ্বিজয়প্রকাশে যথা—“উপবঙ্গেঃ যশোরাদ্যাঃ দেশাঃ কাননসংযুতাঃ” । ভবিষ্যপুরাণে যথা—“যশোরদেশবিষয়ে” । সুতরাং সংস্কৃত গ্রন্থাদিতে ইহা যশোর বলিয়াই উল্লিখিত হইয়াছে। কুলাচাৰ্য্যগণ কেবল ইহার যশোহর নাম প্রদান করিয়াছেন। কিন্তু প্রাচীন তন্ত্রাচূড়ামণি প্রভৃতি পরিত্যাগ করিয়া কুলাচাৰ্য্যদিগেরও কথায় আস্থা স্থাপন করা যায় না। তবে যশোর শব্দের উৎপত্তি কিরূপে হইল, তাহা স্থির করা কঠিন। কনিংহাম বলেন যে, আরবী জসর অর্থাৎ সেতু হইতে যশোরের উৎপত্তি, সাহা সেতুগম্য তাহাই জসর বা যশোর। যশোরের অবস্থানতুসারে ইঙ্গার সার্থকতা পাকিতেও পারে । বমুমহাশয় বলিতেছেন যশোরের নিকট চাদ খা মছুনারির জমিদারী ছিল। এই ষ্টাদ থ মছন্দরী বা মসনদ আলি কে তাহা জানিবার উপায়