পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ رہb ] বিক্রমাদিত্য ও প্রতাপাদিত্য তাহার বহুপূৰ্ব্বে এ জগৎ হইতে বিদায় লইয়াছিলেন। যদি বামাগতি অনুসারে পাঠ না করিয়া সরল ভাবে পাঠ করা যায়, (যদিও তাহ রীতিবিরুদ্ধ) এবং তাহাতে ১ ধরিয়া লওয়া যায় তাহ হইলে ১৪৮৫ শাক বা ১৫৬৩ খৃঃ অব্দ হয় । ১৫৬৩ খৃঃ অব্দে দাউদ এমন কি সুলেমান পৰ্য্যন্ত সিংহাসনে উপবিষ্ট হন নাই । ৯৭২ হিজরী বা ১৫৬৪ খুঃ অব্দে সুলেমান ও ৯৮১ বা ১৫৭৩ খৃঃ অব্দে দাউদ সিংহাসনে উপবিষ্ট হন। বিক্রমাদিত্য যে দাউদের মন্ত্রী ছিলেন তাহ মুসলমান ঐতিহাসিকগণও উল্লেখ করিয়াছেন, এবং তাহারই অনুগ্রহে যশোর রাজ্যেব প্রতিষ্ঠা হয় । তাহা হইলে ১৫৬৩ খৃঃ অব্দে বিক্রমাদিত্যের নবরত্ন মন্দির নিৰ্ম্মাণ করা ঘটিয়া উঠে না। আবার ইহার প্রথমে শাক, তাহার পর বেদ বা ৪ আছে। ১টি ৪ এর পূৰ্ব্বে না থাকিলে সরল ভাবে পাঠে অব্দ স্থির হয় না, অথচ তাহাও দৃষ্ট হয় না। সুতরাং বামাগতি অনুসারে পাঠই প্রকৃত বলিয়া বোধ হয় । তাহ হইলে নবরত্ন বিক্রমাদিত্যের অনেক পরে নিৰ্ম্মিত হয়। নয়টি চূড়া হইতে নবরত্ন নাম হইয়াছে ইহাই প্রকৃত । সামাজিক নবরত্ন কল্পনা করিয়া যশোরের বিক্রমাদিত্যকে উজ্জয়িনীর বিক্রমাদিত্যের সহিত তুলনা করিয়া বৰ্ত্তমান কালে নবরত্নের সতি প্রবাদ বিজড়িত হইয়া ইহাকে বিক্রমদিত্যের নির্মিত বলিয়া প্রকাশ করিতেছে। প্রকৃত প্রস্তাবে উহ্য বিক্রমাদিত্যের বহু পরে অপর কোন ব্যক্তি কর্তৃক নিৰ্ম্মিত হইয়া থাকিবে । কোন বারুই রাজা ইহার প্রতিষ্ঠা কবিয়াছিলেন, এরূপ প্রবাদও আমরা শুনিয়া থাকি। ১৫৭৩ খৃঃ অব্দে বা তাহার কিছু পরে ৰিক্রমাদিত্য কর্তৃক যশোর রাজ্যের প্রতিষ্ঠা হইয়াছিল বলিযা অনুমান হয়। যশোর সমাজের ঘটকগণের কুলজী গ্রন্থে দেখা যায় যে, বিক্রমাদিত্য ১৫১৪ শাক বা ১৫৯২ খৃঃ অব্দে রাজা হইয় ৫ বৎসর রাজত্ব কপিগছিলেন ।