পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ bన } প্রতাপাদিত্যের ধ্বংসের পর হইতে কৃষ্ণনগর রাজার রাজ্য বিস্তৃত হয়। এই সমস্ত বিবরণ ও অন্তান্ত বিষয় আলোচনা করিলে বোধ হয় যে, যশোর রাজ্যের পশ্চিমে ভাগীরথী, পূৰ্ব্বে মধুমতী ও দক্ষিণে সমুদ্র ছিল। উত্তরে বর্তমান নদীয়ার দক্ষিণ অংশ, চব্বিশ পরগণার ও যশোরের উত্তরাংশ ছিল। যদিও সমুদ্রতীর পর্য্যন্ত যশোর রাজ্যের বিস্তৃতি ছিল, তথাপি ভাগীরথী ও মধুমতী পৰ্য্যন্ত সমস্ত সুন্দরবন বিক্রমাদিত্য বা প্রতাপাদিত্যের অধিকারভুক্ত ছিল কিন সন্দেহ । সে যাঙ্গ হউক, যশোর রাজ্যের পশ্চিমে ভাগীরথী ও পূৰ্ব্বে যে মধুমতী ছিল, সে বিষয়ে সন্দেহ নাই। দিগ্বিজয়প্রকাশ হইতে জানা যায়, এবং ইঙ্গও ঐতিহাসিক সত্য যে মধুমতী ভূষণী:ও বাকলার সীমা ছিল। সে সময়ে ভূষণ বা ফতেয়াবাদে মুকুন্দরাম রায় রাজত্ব করিতেন। আর বাকল কন্দৰ্প নারায়ণ ও তৎপুত্র রামচন্দ্র রায়ের রাজ্য ছিল । এ সমস্ত স্থান যে যশোর হইতে পৃথক ছিল তাহাতে সন্দেহ নাই । ঘটকগণ ও বসুমহাশয় লিথিয়াছেন যে, প্রতাপাদিত্য বহুরাজ্য অধিকার করিয়াছিলেন । কিন্তু তাহার ঐতিহাসিকত্ব সম্বন্ধে আমরা কিছুই স্থির করিতে পারি না। সেই সেই স্থানে আমরা তাহার আলোচনা করিব । জেসুইট পাদরীর লিখিয়ছেন যে, প্রতাপদিত্যের রাজ্য ভ্রমণ করিতে ১৫ দিন বা ২০ দিন লাগিত। “Fernandez describes Chandeean as lying half way between Porto Grande (Chitlagong ) and Porto Piccolo ( Gullo ?), and says that the King's dominions were so extensive that it would take fisteen or twenty days to traverse them.” (Beveridge's History of Bakarganj, Appendix, p. 446) গগণ ইহার পূৰ্ব্বভাগে বাকলা ও ত্রপুর রাজ্যের অবস্থানের কথাও बनििम्न:छ्न । - -