পাতা:রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
তৃতীয় পরিচ্ছেদ
৬৭

সুন্নাই মেলের স্কুল,
বেটার বাড়ী থানাকুল,
বেটা সর্বনাশের মূল
ও তৎসৎ বলে বেটা বানিয়েছে স্কুল।
ও সে জেতের দফ, করলে রফা
মজালে তিন কুল।

 এই সময়ে কলিকাতা সমাজ থে দুই বিরোধী দলে বিভক্ক হইজাছিল, তাহার প্রধান প্রধান কতিপয় ব্যক্তির নাম উল্লেখ করিলেই তদানীন্তন সামাজিক অবস্থা৷ সকলের হৃদয়ঙ্গম হইবে। রামমোহন রায়ের দলের প্রধান। টাকীর কালীনাথ রায়, (মুন্সী) মথুরানাথ মল্লিক, রাজকৃষ্ণ সিংহ, তেলিনী পাড়ার অন্নদাপ্রসাদ। বন্দ্যোপাধ্যায়, সুবিখ্যাত দ্বারকানাথ ঠাকুর এবং প্রসন্নকুমার ঠাকুর প্রভৃতি। এতদ্ভিন্ন তারচিাদ চক্রবর্তী, চন্দ্রশেখর দেব প্রভৃতি কতিপয় ইংরাজীশিক্ষিত ব্যক্তিও তাহার অমুচর ছিলেন। প্রাচীন হিন্দুদলে রাধাকান্ত দেব, মতিলাল শীল, রামকমল সেন প্রভৃতি সহরের প্রায় সমগ্র বড়লোক ছিলেন। ইহাদের কাহার কাহারও সংক্ষিপ্ত জীবনচরিত দিয়া এ পরিচ্ছদের উপসংহার করিতেছি।

দ্বারকানাথ ঠাকুর।

  ইংরাজদিগের প্রাচীন দুর্গ বিনষ্ট হওয়ার পর তাহারা বর্ধন আবার গোবিন্দপুর গ্রাম লইয়া নূতন ফোর্ট উইলিয়াম নামক হর্গ নির্মাণ করিতে আরম্ভ করেন, তথন জয়রাম ঠাকুর নামক একজন। দেশীয় ভদ্রলোকের উল্লেখ দেখা যায়। দ্বারকানাথ এই জম্বরাম ঠাকুরের বংশজাত। ১৭৯৪ সালে ইহার জন্ম হয়। ইনি বাল্যকালে (Sherburne) সাধুগণ নামক একজন ফিরিঙ্গীর প্রতিষ্ঠিত স্কুলে শিক্ষা লাভ করেন; এতদ্ভিন্ন পারসী ও। আরবী ভাষাতেও ব্যুৎপন্ন হইয়াছিলেন। যৌবনের প্রারম্ভে ফাংসন (Fergusson) নামক একজন বারিষ্টারের নিকট আইন শিক্ষা করেন। ইহাতে আইন আদালতের কার্য্যকলাপ বিষয়ে পারদর্শিতা জন্মিয়াছিল। তৎপরে তিনি কিছু দিন নীল ও রেশমের রপ্তানীর কাজ করেন। অবশেষে নিমকের এজেন্ট প্লাউডেন (Plowden) সাহেবের দেওয়ানী পদে প্রতিষ্ঠিত হন। তখন নিমক মহলের দেওয়ানী। লইলেই লোকে দুইদিনে ধনী হইয়া উঠিত। এইরূপে সহরের অনেক বিখ্যাত ব্যক্তি ধনী হইয়াছিলেন। দ্বারকানাথ ও কতিপর বৎসরের মধ্যে ধনবান হইয়া বিষয় কাৰ্য্য হইত্বে অবসৃত হন; এবং ‘স্কার