পাতা:রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৪৬
রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ।

টেগোর এও কোং নামক এক কোম্পানি স্থাপন করিয়া স্বাধীন বণিকরাপে কাৰ্য্য আরম্ভ করেন। তদ্ভিন্ন ইউনিয়ন ব্যাঙ্ক’ নামে এক ব্যাঙ্কের প্রধান। নিৰ্বাহকৰ্ত্তী হন। সহৃদয়তাবদান্ত্যতা প্রভৃতি সদগুণে তাহার সমকক্ষ লোক কলিকাতাতে ছিল না॥ তাহার উপার্জন শক্তি যেমন অস্তৃত, দানশক্তি ও তেমনি অস্তৃত ছিল। ১৮২৬ সালে দ্বারকানাথ ঠাকুর সহরের সভ্রাত্ত ধনীদের মধ্যে একজন অগ্রগণ্য ব্যক্তি এবং রামমোহন রায়ের দক্ষিণ হস্তস্বরূপ। ছিলেন। ইহার অপরাপর কীৰ্ত্তি পরে উল্লিখিত হইবে। ১৮৪৬ সালে ইংলণ্ডে ইহার মৃত্যু হয়।

রাধাকান্ত দেব।

 ইনি পরে শব্দকল্পদ্রুম প্রণেতা রাজা তার রাধাকান্ত দেব নামে। প্রসিদ্ধ হইয়াছিলেন। ইনি লর্ড ক্লাইবের মুন্সী নবকৃষ্ণ দেবের প্রতিষ্ঠিত কলিকাতার সভাবাজারের রাজবংশসম্ভত গোপীমোহন দেবের পুত্র। তাহার পিতা গোপীমোহন দেব দেশের কল্যাণকর অনেক কার্যে সহায়তা করিতেন। এই সভাবাজারের রাজবংশ চিরদিন কলিকাতা হিন্দু সমাজের অগ্রণী হইয়া রহিয়াছেন। ১৭৯৩ সালে রধোকান্ত দেবের জন্ম হয়। ইনি ইংরাজী, পারসী, আরবী ও সংস্কৃতে বিশেষ বুৎপন্ন হইয়াছিলেন। রামমোহন রারের ধর্মান্দোলন। উপস্থিত হইলে কলিকাতার ব্রাহ্মণ পণ্ডিতগণ ইহাকেই তাহাদের প্রতিপালক ও সনাতন হিন্দুধর্মের রক্ষকরূপে বরণ করেন। তিনিও সেই কাৰ্য্যে দেহ মন নিয়োগ করিয়াছিলেন। কিন্তু তদ্ব্যতীত দেশহিতকর। অপরাপর কার্য্যের সহিত ও তাঁহার যোগ ছিল। হেয়ারের উদ্যোগে ১৮১৭। ১৮১৮ সালে যখন স্কুলবুক সোসাইটী ও স্কুল। সোসাইটীদ্বয় স্থাপ্লিত হয়, তখন তিনি উৎসাহদাতাদিগের মধ্যে একজন অগ্রগণ্য ব্যক্তি ও দ্বিতীয় সভার অতর সম্পাদক ছিলেন। বর্ষে বর্ষে নিজের ভবনে নবপ্রতিষ্ঠিত ফুল সকলের বালক দিগকে সমবেত করিয়া পারিতোষিক বিতরণ করিতেন; এবং স্ত্রীশিক্ষার উন্নতি বিধানের জন্য নিজে “স্ত্রীশিক্ষা বিধায়ক' নামে এক গ্রন্থ প্রণয়ন করিয়াছিলেন। এই ১৮২৬ সালে কলিকাতা সহরে। সনাতন হিন্দুধর্মের রক্ষকরূপে অগ্রণী হইয়া তিনি দণ্ডায়মান। পরে ইনি রাজসম্মান সূচক তার উপাধি প্রাপ্ত হইয়া, বছকাল হিন্দুসমাজপতির সন্মনিত. পদে . প্রতিষ্ঠিত থাকিয়া, ১৮৬৭ সালে ৭৫ বৎসর বয়সে বৃন্দাবন ধামে মানব-বাঁীলা সম্বরণ " , করেন।