পাতা:রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৭৮
রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ।

 এই ভাবে যতদূর কথাবার্জী চলা সম্ভব তাহাই চলিত। ইংরাজের ভাবে, আকারে ইঙ্গিতে, বুঝিয়া লইতেন; এবং সেই সকল কথা তাহাদের নিজেদের মধ্যে সায়াহ্নিক ভেজের সময়ে আমোদ প্রমোদের বিশেষ স্বহারতা করি ত।

 যখন এইরূপে ইংরাজী শিক্ষার জ্য দেশের লোকের ব্যগ্রতা দিন দিন বাড়িতে লাগিল তখন সে বিষয়ে গমণমেন্টের মনোযেfগ ছিল না। পাছে ইংরাজী শিক্ষা প্রচলিত করিতে গেলে দেশের লোক বিরক্ত হয় এই ভয়ে ভারতবর্ষীয় গবৰ্ণমেণ্ট সে বিষয়ে হাত দিতেন না॥ প্রসঙ্গক্রমে একটী ঘটনার উল্লেখ করিলেই তাহারা কিরূপ ভয়ে ভয়ে থাকিতেন তাহার প্রমাণ প্রাপ্ত হওরা যাইবে। ১৮০৭ সালে শ্রীরামপুর হইতে পারত ভাষায় লিখিত একখানি। পুস্তিকা প্রকাশিত হয়। উক্ত পুস্তিকাতে মহম্মদীয় ধর্মের উপরে গ্ৰীষ্টীয় ধর্মের শ্রেষ্ঠতা প্রতিপাদিত হইয়াছিল। ঐ পুস্তিকা প্রকাশিত হইলে কলিকাতাবাসী রাজপুরুষগণ ভরে অস্থির হইয়। উঠিলেন। উক্ত পুস্তিকা প্রচার বন্ধ করি যার জন্য ডেনমার্কের গবৰ্ণমেন্টের নিকট পত্র গেল। তদষুসারে শ্রীরাম পুরের ডেন রাজপুরুষগণ অবশিষ্ট ১৭০০ কি ১৮০০ পুস্তক কেরী প্রভৃতি প্রচারকদিগের নিকট হইতে কাঁড়ির লইয়া কলিকাতাতে গবৰ্ণর জেনেরালের মন্ত্ৰি সভার হস্তে অৰ্পণ করিলেন॥ এইরূপ ভরে ভরে র্যাহারা বাস করিতেন। তাহারা যে কেন হঠাৎ ইংরাজীশিক্ষা প্রদানে কৃতসংকল্প হন নাই তাহা আমরা অনুভব করতে পারি।

 এই ভাবে ১৮১১ খ্রীষ্টাব্দ পর্য্যন্ত গেল। ঐ বৎসর গবর্ণর জেনে রাল লর্ড মিন্টো বাহাদুর এক মন্তব্য লিপিবদ্ধ করিলেন। তাহাতে লিখিলেন।

 “It is a common romPurk thaot Science and Ibitiature auro in a progressive state of decay anong the Nativus of India. Fron every inquiry which I have been enabled to make on this interesting subject, that remark appears to me bn too Well-founded. The number of che learned is not only diminished, bn the circle of learning even amongst those who still devote themselves to it, appears to be considerably contracterl: 'I'he abstract sciences are abandoned, polite literature neglected, and no branch of lourming cultivated but what is connected with the peculiaur religious doctrines of the people. The immediate consequence of this state of things is the disse and even 'actual lossof many books; and it is to be approhended, that unless Government inter pos৬ with a fostering hand, the revival of letters may shortly come hopelesss fron_a want of books or •of persons cap able of explaining them