পাতা:রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ.djvu/৩৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৯২
রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ

জ্ঞানের বিষয়ে দৃষ্টিনিক্ষেপ করিতে আরম্ভ করেন। কালেরেন্থ পাঠ্য বিষয় ও গ্রন্থ সকলে তার পরিতৃপ্তি হইত না। বিজ্ঞান পাঠের জন্ত তাহার মন বাঞ্জ। হইত। তখন হিন্দু কালেজে বিজ্ঞান পাঠনার রীতি ছিল না; তদনুরূপ আয়োজনও ছিল না॥ অবশেষে তিনি কলিকাতা মেডিকেল কালেজে ভৰ্ত্তি। হইবার করিলেন; এবং তাঁহার হিন্দু কালেজের অধ্যাপকদিগের অমতে উক্ত কালেজে প্রবিষ্ট হইলেন।

 ১৮৫৫ সালের বৈশাখ মাসে তিনি পরিণীত হইলেন; এবং ১৮৬০ সালে তাহার একমাত্র পুত্র অমৃতলাল সরকার জন্মগ্রহণ করিলেন।

 ডাক্তার সরকার মেডিকেল কলেজে ছয় বংসর পাঠ করিয়া ১৮৫৯। ৬০ সালে এল, এড়, এ পরীক্ষায় উত্তীর্ণ হইয়া চিকিৎসকরূপে বাহির হন। মেডিকেল কালেজে অধ্যয়নকালে, তিনি তাহার অধ্যাপক ও সহাধায়িগণের দৃষ্টিকে আকর্ষণ করিয়াছিলেন; এবং সে সময়ে পরীক্ষোত্তীর্ণ ছাত্ৰগণের জন্ত বতগুলি পারিতোষিক ছিল প্রায় সকলগুলিই অৰ্জন করিয়াছিলেন; সুতরাং তিনি কালেজ। হইতে বাহির হইলেই খ্যাতি প্রতিপত্তি তাহার সঙ্গে সঙ্গেই আসিল; এবং তাহার বহুদৰ্শিতা ও প্রতিভার গুণে তিনি অচিরকালের মধ্যে সহরের একজন খ্যাতনামা চিকিৎসক হইয়া উঠিলেন।

 ১৮৬৩ সালে তিনি কলেজের সৰ্ব্বোচ্চ এম, ডি পরীক্ষাতে উত্তীৰ্ণ হইলেন। তথন তাহার মান সম্রম চারিদিকে ব্যাপ্ত হইয়া পড়িল। তৎপূর্বে ডাক্তার চন্দ্রকুমার দে মাত্র উ = উপাধি পাইয়া ছিলেন। সুতরাং দ্বিতীয় এম, ডি বলিয়া তাহার নাম সকলের মুথে উঠিল্লা গেল।

 এই ১৮৬৩ সালে ডাক্তার সূৰ্য্যকুমার চক্রবর্তীর উদ্যোগে সহরে একটী নূতন সভা স্থাপিত হয়। তাহা' ইংলণ্ডের ব্রিটিশ মেডিকেল এসোসিএশন নামক সভার বঙ্গীয় শাখা। কলকাতার বড় বড় ইংরাজ ও দেশীয় চিকিৎসকগণ মিলিয়া এই সভার প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার দিনে ডাক্তার সরকার একটা বক্ততা করেন, তাহাতে তাহার বাগিতা ও চিন্তাশীলতা দেখিল্লা সকলে মুগ্ধ হন। তিনি সভার প্রধান উদ্যোগী ও তৰ্মিযুক্ত সেক্রেটারীদিগের মধ্যে একজন ছিলেন। তিন বৎসর পরে তিনি উক্ত সভার একজন সহকারী সভাপতিরূপে বৃত হন।

 যে কারণে ঐ সভার প্রতিষ্ঠাকার্য্যের উল্লেখ করিতেছি তাহা এই ঐ দিনের বক্ততাতে ডাক্তার সরকার অপরাপর কথার মধ্যে হোমিওপেথিক