পাতা:রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ.djvu/৩৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৩৩২
রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ

জন্মভূমি একজন অকত্ৰিম ভক্ত সেবক হাৱাইলেন, বঙ্গদেশ একজন প্রতিভা শালী, ধীমান, মুখোজলকারী সন্তান হারাইলেন; এবং আমরা একজন অকপট, উদারচেতা, বিনয়ী, ঈশ্বর-ভক্ত বন্ধু হারাইলাম। দেশের লোক আলমোহনকে বুদ্ধিমান, যশস্বী, দেশহিতৈষী, সুবক্ত, কেজি র্যাংলার, ও লব্ধপ্রতিষ্ঠ বারিষ্টার বলিয়া জানিতেন, কিন্তু আনন্দমোহনের গৌরব সেখানে নহে। তাহার প্রধান .মহত্ব ও প্রধান আকর্ষণ র্তাহার পারিবারিক ও লামাজিক জীবনে ছিল। গোপনে, দৈনিক জীবনে, যাহারা তাহার সংশ্রবে আসিতেন, তাহারাই তাহার অকৃত্রিম সাধুতা দেখিয়া মুগ্ধ হইতেন। তাহার জীবনের ও চরিত্রের মূলে এই কথা ছিল যে, এ জীবন ঈশ্বরের ন্যস্ত নিধি স্বরূপ, ইহা তাহার কার্য্যেই ব্যবহৃত হওয়া উচিত।

 ব্রাহ্মসমাজের উৎসবাদিতে তাহার ভক্তি অশ্রশ্নবিত মুখ আমরা কখনই ভুলিব না। তিনি অতি অন্তরতম আত্মীয়দিগের নিকটও আপনার হৃদয়ের গভীরভাব সকল ব্যক্ত করিতে লজ্জা পাইতেন; পরিবার পরিজনবর্গও সকল সময়ে তাহ জানিতে পারিতেন না। তিনি মধ্যে মধ্যে কাজ কৰ্ম্ম ফেলিয়া সহরের বাহিরে নির্জন স্থানে গমন করিতেন; এবং দিনের পর দিন ঈশ্বর-চিন্তাতে যাপন করিতেন। নিজের দমদমস্থ ভবনে ঘণ্টার পর ঘণ্টা পাঠালয়ে আবদ্ধ থাকিয়া ধৰ্ম্মচিন্তার যাপন করিতেন। সে সময়কর চিন্তা সকল মধ্যে মধ্যে আপনার দৈনিক লিপিতে লিখিয়া রাখতেন। তাহার মৃত্যুর পর সেই সকল দৈনিক লিপি দেখিয়া আমরা মহোপকার লাভ করিতেছি। এরূপ ধাৰ্ম্মিক গৃহস্থ, কৰ্ত্তব্যপরায়ণ পতি, সন্তানবৎসল পিতা, অকৃত্রিম মিত্র, বিনীত ও ঈশ্বরভক্ত সাধক, ও স্বদেশপ্রেমিক দেশ-সেবক, প্রায় দেখা যায় নH জ্ঞানে গভীরতা, প্রেমে বিশালত, চরিত্রে সংযম, কর্তব্যজ্ঞানে দৃঢ়তা, ঈশ্বরে ভক্তি ও মানৰে প্রেম এই মহৎ আদর্শ বর্ণে বর্ণে র্তাহাতে প্রতিফলিত হইয়াছিল।


দুর্গামোহনদাস।

 প্রসিদ্ধ বিক্রমপুর জেলার তেলিরবাগ গ্রামে বাঙ্গালা ১২৪৮ সালে দুর্গামোহন দাসের জন্ম হয়। তাহার পিতার নাম কাশীশ্বর দাস। কাশীশ্বর দাস মহাশয় বরিশালে ওকালতি করিতেন। দুর্গামোহন মল্পবয়সে যাতৃহীন হন। ভৎপরে কিছুদিন গ্রামে গুরুমহাশয়ের পাঠশালে পড়িয়া বরিশালে নীত হন। সেখানে ইংরাজী স্কুলে পড়িয়া জুনিয়ার স্কলার্সিপ প্রাপ্ত হন। সেই বৃত্তি পাইয়