পাতা:রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ.djvu/৪০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৩৩৬
রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ

জন্মগ্রহণ করে। তাহার পত্নী বখন শিশু সস্তানের পালনে নিযুক্ত, তখন পার্থের বাড়ীর এক গৃহস্থের পল্লী একটী শিশুপুত্র রাখিয়া পরলোকগত হইলেন' সে ভদ্রলোকের অবস্থা মদ ছিল; তিনি শিওপুত্রের রক্ষার ও প্রতিপালনের বন্দোবস্ত করিতে অসমর্থ হইয়া মহাবিপদে পড়িলেন। পুত্ৰটী মারা যায়, রক্ষার উপায় নাই, এরূপ অবস্থাতে দুর্গামোহন ও ব্রহ্মময়ী তাহ৷। জানিতে পারিন্না শিওটীর রক্ষার ভার লইবার জন্ত ব্যগ্ৰ হইলেন। কিন্তু সে গৃহের। গৃহৰামী ছৰ্গামোহন দাস মহাশয়ের বিপক্ষগণের মধ্যে এক জন। অগ্রগণ্য ব্যক্তি ছিলেন। তাহা সত্বেও ইহারা শিওটার রক্ষার ভার লইতে চাহিলেন। গৃহস্থ ভদ্রলোকটী যেন বাচিয়া গেলেন; শিগুটী দাসগৃহে আসিল। ব্ৰহ্মমন্ত্রীএক পাঞ্চে নিজের সস্তান অপর পার্ষে প্রতিবেশীর শিও পুজটী লইয়া স্তনপান করাইতে প্রবৃত্ত হইলেন। এইরূপে শিশুটীর রক্ষা চলিল। ঘখের বিষয় সেটী অধিক দিন বাচে নাই।

 বিরোধিগণের প্রতি এইরূপ সঞ্জাব ও সৌজন্য দাস মহাশয়ের চিরদিন। ছিল। আমরা চিরদিন দেথিয়াছি সামাজিক নির্যাতন তিনি মনের ত্রিসীমাতে লইতেন না; তাহ৷ অপরিহার্য্য বলিয়া জানিতেন।; এবং অস্নানচিত্তে সহ করিতেন। তাহার উৎসাহ কথনও খর্ব হইত না। নিজের কর্তব্য সাধন করিয়াই তুষ্ট থাকিতেন, লোকের অনুরাগ বিরাগ গণনীয় মনে করিতেন না।

 এই সময়ের মধ্যে তাহার দৃষ্টান্ত ও প্ররোচনাতে বরিশালের নব্য যুবকদলের মধ্যে, বিশেষতঃ তাহাদের স্ত্রীগণের মধ্যে, উন্নতি-গৃহ৷ ও সৎসাহস প্রচুর পরুি মাণে দেখা গিয়াছিল। সেই সৎসাহসের নিদর্শনস্বরূপ বরিশালের নিকটস্থ লাখুটিয়া নামক স্থানের প্রসিদ্ধ জমিদার রাজচন্দ্র রায়ের পুত্রগণ এই সময় ব্রাহ্মসমাজে যোগ দিয়া সৰ্ব্ববিধ উন্নতির পৃষ্ঠপোষক হইলেন। তাহারা একদিন পত্নীসহ স্থানীয় কমিশনর সাহেবের ভবনে আহার করিতে গেলেন। ইহার পূর্বে ইংল্লাজের গৃহে খান , খাওয়া দূরে থাক বাঙ্গালি সম্ভান্ত ভদ্ৰগৃহের কুলাঙ্গনারা কোনও দিন অন্তঃপুরের বাহিরে সাসেন নাই। এই অসমসাহসিক কাৰ্য্য করাতে বরিশাল সহর, কেবল বরিশাল কেন সমস্ত বঙ্গদেশ, আন্দোলিত হইয়া বাইতে লাগিল। দাস মহাশয় নির্ভীক অটলভাবে দণ্ডায়মান রহিলেন। কেবল ইহাই নহে। ইহার পর বরিশালে দিন দিন বিভিন্ন জাতীর দিগের মধ্যে বিবাহ-সম্বন্ধ স্থাপিত হইতে লাগিল। বরিশাল তপ্ত খোলার মত হইয়া উঠিল। কলিকাতা হইতে জামর। সংবাদ পাইতে লাগিলাম বে বরিশালে অসম্ভব সম্ভৰ