পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অলি । も*為 জাতি --অঙ্গ নামক চিহ্ন থাকায় তদার যে এক প্রকার নেত্র-প্লাস্তিকর প্রতীতি জন্মে, তাহাই খড়গগত জাতির লক্ষণ । নেত্র--মাহাত্ম্যসূচক চিহ্নের নাম নেত্ৰ । অরিষ্ট—অপকৃষ্টত বা অশুদ্ধতা বোধক চিহ্নের নাম অরিষ্ট । ভূমি—অঙ্গাদির লক্ষণধারণের নাম ভূমি ( ক্ষেত্র ) । ধ্বনি—নখাঘাত কি কাষ্ঠিকাঘাত করিলে যে শব্দ হয়—সেই শব্দই তাহার ধ্বনি । মনি—তুলনা বা দীর্ঘত বিশেষের নাম মান । খঙ্গ সম্বন্ধীয় এই আট প্রকার জ্ঞানের নাম খড়গ বিজ্ঞান । ইহার মধ্যে প্রথমোক্ত অর্থাৎ অঙ্গ, রূপ, জাতি, নেত্র ও অরিষ্ট, এই পাঁচ লক্ষণ কৃত্রিম হইতে পারে ; পরস্তু শেষোক্ত অর্থাৎ ধ্বনি ও মান এই দুইটী লক্ষণ স্বাভাবিক ভিন্ন কৃত্রিম হইবার সম্ভাবনা নাই । অতএব, বিচক্ষণ খড়গতত্ত্ববিৎ পণ্ডিত উহা অতি বিচক্ষণতীর সহিত পরীক্ষা করিবেন । খড়গশাস্ত্রে ইহাও লিখিত আছে যে, খঙ্গের অঙ্গ শত প্রকার, রূপ চারি প্রকার। রূপ চারি প্রকারের হ্যায়, জাতিও চতুৰ্ব্বিধ, নেত্র ত্রিংশং, অরিষ্টও সেই পরিমাণ, ভূমি দুই প্রকার, ধ্বনি আট প্রকার, এবং মানও প্রধানতঃ দুই প্রকার। শত প্রকার অঙ্গ বা চিহ্ন যাহা লৌহার্ণব গ্রন্থে বর্ণিত আছে, তাহা এই-- রৌপ্যরেখা, স্বর্ণরেখা, গজশুণ্ডাকার চিহ্ন, দমন অর্থাৎ দোন নামক বৃক্ষের পত্রসদৃশ চিহ্ন, শুভ্র স্থল রেখা, কৃষ্ণবর্ণ রেখা, স্বক্ষ অরুণ রেখা, মুল হইতে অগ্রপর্যন্ত তিনটী স্বক্ষ ও শুভ্র রেখা, পদ্মদলাকার রেখা, গদচিহ্ন, পিপপলী তুল্য চিহ্ন, গ্রন্থি অর্থাৎ গীট চিহ্ন, শালপানপত্রাকার ও তিতির পক্ষীর পক্ষতুল্য চিহ্ন, মাল৷ চিহ্ন, জীরক চিহ্ন, ভ্রমর চিহ্ন, উৰ্দ্ধগামী কপিলবর্ণ শিখা চিহ্ন, মরিচ চিহ্ন, ফণিফণাকার চিহ্ন, অশ্বক্ষুর চিহ্ন, ময়ুরপচ্ছাকার চিহ্ন, সৰ্ব্বশরীর কৃষ্ণবর্ণ ও ধার শুভ্রবণ, মধুবুদ্বুদাকার চিহ্ন, কুণ্ডলীকৃত ও কোণযুক্ত ক্ষুদ্র চিহ্ন, মক্ষিকাচিহ্ন, তুৰাকার চিহ্ন, যবাকার চিহ্ন, ধান্তাকার চিহ্ন, তীসিনামক বীজের স্তায় চিহ্ন, সর্ষপবীজচিহ্ন, সিংহাকার চিহ্ন, তণ্ডুলচিহ্ন, শিরা চিহ্ন, শিবলিঙ্গাকার চিহ্ন, ব্যাস্ত্ৰ নখাকার চিহ্ন, গোকুর চিহ্ন, মকর পুচ্ছাকার চিহ্ন, নেত্রাকার চিহ্ন, কেশ চিহ্ন, স্থলপ্রকৃতি ও নিশ্চিহ্ন, তীক্ষ্ণধার ও নিশ্চিহ্ন, কাকপদাকার চিহ্ন, কপাল চিহ্ন, পত্র।. বলী চিহ্ন, অথবা পক্ষি-পক্ষ চিহ্ন, তুবরী নামক শস্তের আকার বিশিষ্ট চিহ্ন, বিম্বীফলাকার চিহ্ন, প্রিয়ঙ্গ সদৃশ চিহ্ন, সর্ষপপুষ্পাকার চিহ্ন, নীলিরস তরঙ্গের স্তায় চিহ্ন, እ *