পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెt; ভারত-রহস্ত । বলিয়া জানিবে । তিন জাতির লক্ষণ থাকিলে ত্ৰিজাতি এবং উল্লিখিত চারি জাতির লক্ষণ দৃষ্ট হইলে তাহাকে জাতি-সন্ধর বলিয়া গণ্য করিবে । নেত্র । ইতিপূৰ্ব্বে আমরা অসির নেত্ৰ আছে এবং তাহ! ত্রিংশং প্রকার বলিয়া উল্লেখ করিয়াছি। এক্ষণে সেই ত্রিংশৎ নেত্র কি ? তাহ পরিষ্কার করিয়া বলিব । নেত্র শব্দের অর্থ অন্ত কিছু নহে, ভিন্ন ভিন্ন প্রকারের চিহ্ন । ভিন্ন ভিন্ন প্রকারের লৌহ একত্রিত করিয়া অসির গঠন নিষ্পন্ন হয়। তাহাতে অসির কায়ায় ভিন্ন ভিন্ন চিহ্ন বা দাগ জন্মে। সেই সকল চিহ্ন ধিশেষের নাম নেত্র। খড়গতত্ত্ববিশারদ পণ্ডিতেরা বলিয়াছেন যে, নেত্রচিন্তু ত্রিশ প্রকারের অধিক হয় না। কিরূপ চিহ্ন হইলে তাহ নেত্ৰ বলিয়া গণ্য, তাহা ক্রমশঃ উদাহৃত হইতেছে । চক্র—অসি অঙ্গে চক্রাকার চিহ্ল থাকিলে তাহ চক্রনেত্র। ইহা শুভ। পদ্ম-পদ্মাকার কিম্বা পদ্মদলাকার চিহ্লের নাম পদ্মনেত্র। ইহাও ভাল । গদা—উৰ্দ্ধগামী স্থল গদাকার রেখার নাম গদা নেত্র। শঙ্খ-খড়গ মধ্যে শঙ্খীকার চিহ্ন থাকিলে তাহ শঙ্খনেত্র। ডমরু—ডমরু তুল্য চিহ্ন ও তন্নামক নেত্র। ধনুঃ-ধমুরাকার চিহ্ল ধমুনেত্র। অস্কুশ-অঙ্কুশ ( ডাঙ্গশ ) সদৃশ চিহ্ন অঙ্কুশ নেত্র। ছত্র-ছত্রাকার চিহ্ন ছত্রনেত্র। পতাকা-পতাকাকার চিহ্ন পতাকা-নেত্র। বীণ-বীণাকৃতি চিন্তু বীণা-নেত্র। মৎস্ত—মৎস্ত কিম্ব মৎস্তপুছু চিহ্ন মৎস্ত নেত্র। শিব-শিবলিঙ্গাকার চিন্তু শিব-নেত্র। ধ্বজ - ধবজাকার চিহ্ন ধ্বজ-নেত্ৰ । এইরূপ অৰ্দ্ধচন্দ্র, কলস, শূল,ব্যাঘ্র-নেত্র, সিংহ, সিংহাসন, গজ, হংস, ময়ূর, জিহ্বা, ও, খঙ্গ, মনুষ্য-পুত্রিকা, চামর, শিখা, পুষ্পমালা, ও সর্প নামক নেত্রের লক্ষণ জ্ঞাত হইবে। কোন খড়েগর এক নেত্র, কোন খড়েগর দ্বিনেত্র ও কোন খড়গ বহুনেত্রও হইতে পারে, ইহাও জানিবে। o অরিষ্ট —এই অরিষ্টও চিহ্ন বিশেষ। যে চিহ্ন থাকায় অসি অমঙ্গলপ্রদ হয় সেই সকল চিহ্লের নাম অরিষ্ট। এই অরিষ্ট চিন্তু ৩• প্রকার। নেত্র চিত্ত্বের