পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অসি । 总密 সহিত অরিষ্ট চিহ্নের প্রভেদ জ্ঞান নিতান্ত সহজ নহে। এজন্য অরিষ্ট চিহ্রের লক্ষণগুলি বিশেষ সতর্কতার সহিত পরীক্ষা করা কৰ্ত্তব্য। পরস্তু খড়গশাস্ত্রবিশারদ পণ্ডিতেরা বলেন যে, নেত্র চিহ্লের স্থান-নিয়ম আছে, কিন্তু এই অরিষ্ট চিহ্লের কোন স্থান নির্দিষ্ট নাই । খঙ্গের যে কোন স্থানে অরিষ্ট চিহ্ল দৃষ্ট হইলে তাহা পরিত্যাগ করা বিধেয় । অরিষ্ট চিহ্রের লক্ষণগুলি এই— ছিদ্রারিষ্ট—ছিদ্রতুল্য চিত্ত্ব। কাকপদ —কাকপদাকার চিন্তু । রেখ{—উৰ্দ্ধ বা তিৰ্য্যক ভাবে রেখা চিহ্ন । ভিন্ন –ভঙ্গি বলিয়া ভ্ৰম জন্মে এরূপ চিত্ন । ভেকশির—ব্যাঙের মস্তকাকার চিহ্ল ৷ মুষিক-মুষিকার চিত্ন । বিড়াল-নেত্র-বিড়ালের চক্ষুর দ্যায় চিন্তু । শর্করা—দেখিতে কিম্বা স্পর্শ করিলে কঁকিল্লারদার বলিয়া ভ্রম হয়, এরূপ চিত্ন । নীলী-নীল রসের দাগ লাগার দ্যায় চিত্ন । মশক—মশকাকার চিকু-নিচয় । ভৃঙ্গমা—অনেক বিন্দু চিত্ত্ব বা ভ্রমরপদ চিত্ন। সুচী - উদ্ধ বা তিৰ্য্যকৃ ভাবের স্থচিবৎ রেখা চিন্তু । বিন্দু-উপরি উপরি বা অধঃ অধঃ বিন্দু ত্রয় বা বিষম বিন্দু সমূহের পঙতি চিন্তু । কালিকা-অধঃ অধঃ ত্রিবিন্দু পঙক্তির চিহ্ন । দারী—বহুস্থানে ঐ বিন্দু চিত্ন । কপোত—কপোত পক্ষীর পক্ষাকার চিন্তু । কাক-কাকাকৃতি চিহ্ন । খপরাকার—খপরাকার চিহ্ন বা দাগ ( খর্পর—নরকপালাকার পাত্র ) । শকল—থগুলোেহ সংলগ্ন আছে বলিয়া ভ্রম হয়, এরূপ চিহ্ন। ক্রোড়—শূকরাকার চিত্ন । কুশপত্রক-কুশ গুচ্ছাকার চিহ্ন । জাল—মধ্যস্থল কিম্বা অন্য কোন স্থান নিম্ন বলিয়া জ্ঞান হয়, এরূপ চিন্তু । করাল—অগ্রভাগ দীর্ঘ অথচ পল্পবিত, এরূপ রেখা চিজু । কক্ষপত্ৰ—কঙ্ক পত্রাকার চিহ্ন (-কঙ্ক—পক্ষী বিশেষ । ) খর্জুর—খর্জুর-বৃক্ষণকার চিহ্ন ।