পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

έωία ७न्जिङ-ब्रहछ । অলিতে নখাঘাত করিলে যদি কাকশ্বরের স্তায় বিশ্বর বহির্গত হয়, তবে তাছাকে কাক ধ্বনি বলা যায়। ইহা অত্যন্ত অধম।। ৫ নখাঘাত করিলে যদি তরবারি হইতে বীণাধবনির অনুরূপধ্বনি জন্মে, তাহ ছইলে তাহা তন্ত্রীধ্বনি বলিয়া গণ্য। ইহাও ভাল নহে। ৬ নখাঘাত প্রাপ্ত অসির অঙ্গ হইতে যদি গৰ্দ্দভের দ্যায় ভ্যাভেদে শব্দ বহির্গত হয়, তবে তাহার নাম খরধ্বনি । ইহা অত্যন্ত মন । ৭ আঘাত প্রাপ্ত হইবামাত্র খড়গ হইতে যদি প্রস্তরাঘাত তুল্য ধ্বনি জন্মে, তবে তাছাকে প্রস্তরধ্বনি বলা যাইবে । ইহাও অত্যন্ত অধম । ৮ স্বাক্ষামুসুক্ষরূপে ধ্বনির তারতম্য বুঝিতে অক্ষম হইলে এই সমান্ত লক্ষণের অকুসরণ করিবে । কি ? না গভীর ও তারধ্বনি ভাল, এবং উত্তান ও মন্ত্রধ্বনি মন্দ । ধ্বনি যদি উত্তম হয়, তবে অন্য কোন সুচিহ্ন না থাকিলেও তাহ গ্রাহ ও উত্তম বলিয়া গণ্য। যেমন অন্ধ ও কুরূপ মনুষ্য সুস্বর ও সুগায়ক হইলে সে উত্তম বলিয়া মান্ত গণ্য হয়, এবং সৰ্ব্বসুলক্ষণ মনুষ্যও কুস্বর ও কুগায়ক হইলে নিন্দ প্রাপ্ত হয়, খড়গ সম্বন্ধেও সেইরূপ জানিবে। খঙ্গের ধ্বনি-বিজ্ঞান সম্বন্ধে এইরূপ লিখিত আছে যে, অসিতে নখ, কঠিন ও ক্ষুদ্র দণ্ড, লৌহ শলাক, লোষ্ট্র ও কাকরের আঘাত করিবে। আঘাতট যেন আল গোচে করা হয়, এবং খঙ্গকেও যেন অল গোচে রাখা হয়। অতঃপর তাহা হইতে যে ধ্বনি উত্থিত হইবে—সেই ধ্বনির সহিত পূৰ্ব্বোক্ত পদার্থের ধ্বনির তুলনা করিবে । তুলনা কক্স অভ্যস্ত হইলে তখন অনায়াসেই ধ্বনির তারতম্য বা প্রভেদ জ্ঞাত হইতে পরিবে । মান । অসির মান অর্থাৎ কায়ার দীর্ঘত, খৰ্ব্বতা ও ওজনের অল্পধিক্য প্রভৃতি উত্মাধৰ্ম গুণের জ্ঞাপক। এজন্য দ্বিবিধ পরিমাণের প্রতিও দৃষ্টি করা আবগুক । পরিমাণ প্রথমতঃ দ্বিবিধ। উত্তম ও অধম । যাহা বিশাল ও লঘু তাহ উত্তম-মান এবং ষােহ খৰ্ব্ব ও গুরু তাহা অধম-মান। ইহাও আবার ত্রিবিধ। আদি, মধ্য ও অস্ত্য। যাহার দীর্ঘতা ২" মুষ্টি, বিস্তৃতি ৬ অঙ্গুলি এবং ওজনে ৮ পল, জাহ মধ্যম। যা ১২। ৮ কি ৯ মুষ্টি আয়ত, উক্ত মানের এক চতুর্থ ভাগ বিস্তৃতি এবং ওজনে তত পল, সে খড়গ ভাল নহে।