পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবযান >0 > পূৰ্ব্বোক্ত নামের মধ্যে কোন কোন নাম ইহাতেও দৃষ্ট হয়। পরস্তু যে সকল নামের ক্রিয়া ও পূৰ্ব্বোক্ত নামের ক্রিয় এক রূপ কি ভিন্ন রূপ তাহ নির্ণয় করিতে পারিলাম না । ফল, খড়গ সঞ্চালন ক্রিয় গুলি প্রত্যক্ষ দর্শন না করিলে প্রকৃত রূপে বোধগম্য করান যায় না । আগ্নেয় ধনুৰ্ব্বেদের অন্ত স্থানে লিখিত আছে যে, কৃপাণের দ্বারা হরনন, ছেদন, ঘাত, বলোদ্ধরণ, আয়তীকরণ,—এই পাচ প্রকার কার্য্য হয়। উক্ত ধনুৰ্ব্বেদে আরও লিখিত আছে যে, অসি রাখিবর স্থান কটিদেশ । “কট্যাং বদ্ধ ততঃ খঙ্গং বামপাশ্বাবলম্বিনম্। দৃঢ়ং বিগৃহ বামেন নিষ্কর্ষদক্ষিণেন তৎ।” খঙ্গকে বাম পাশ্বাবলম্বী করিয়া কটিদেশে বন্ধন করিবেক । যুদ্ধের সময় তাঙ্গর কোষ বাম হস্তে দৃঢ় ধারণ করিয়া দক্ষিণ হস্তের দ্বারা তন্মধ্য হইতে অসিকে মিস্কাসিত করিবেক । এতদ্ভিন্ন পটিশ ও অসিপুত্রিক প্রভৃতি ভিন্ন ভিন্ন খড়েগর কাৰ্য্য “আৰ্য্যজাতির যুদ্ধাস্ত্ৰ” নামক প্রবন্ধে প্রকাশিত হইয়ছে। দেবযান । মৃত্যুর পর, বা স্থল দেহ পরিত্যাগের পর, আত্মা কিরূপে কোথায় যায় ? এতৎপ্রসঙ্গে ভারত-বন্ধু সিনেট সাহেব Esorteric Buddhism পুস্তক মধ্যে “দেবচান’ শব্দের উল্লেখ করিয়াছেন । এই দেবচন শব্দের প্রকৃত অভিধেয় কি ? তাহ আমাদিগের ক্ষুদ্র বুদ্ধির গম্য নহে এবং তাহ কোন ভাষা হইতে গৃহীত তাহাও জানি না । বৌদ্ধ শাস্ত্র আলোচনায়, দেবচন শব্দ পাই নাই ; তবে তিববৎ দেশীয় বৌদ্ধ শাস্ত্রে ঐ শব্দ থাকিলেও থাকিতে পারে। যদি আর্য্য-শাস্ত্র হইতে ঐ শব্দ গৃহীত, তবে তাঙ্গার প্রকৃত নাম, “দেবযান” । সংস্কৃত ভাষায় দেবযান কি ? তাহ বর্ণন করিতেছি । সংস্কৃত ভাষায় যে দেবযান শব্দ আছে, তাহার প্রকৃত অর্থ কি ? তাহ সংক্ষেপে বলিলে মনস্তুষ্টি না হইবারই সম্ভব, সুতরাং আমাকে বাধ্য হইয়া এতৎ বিষয়ক একটা ক্ষুদ্র প্রবন্ধ লিখিতে হইতেছে। সংস্কৃত ভাষায় কোন গ্রন্থে দেবযান শব্দ আছে ? এই প্রশ্নের প্রত্যুত্তরে আমরা