পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজসূয় যজ্ঞ । রাজস্বয় যজ্ঞে সাধারণের অধিকার নাই। ইহা গুণবান ও ধনবান ক্ষত্রিয় রাজা ভিন্ন অস্তের অসাধ্য। কি প্রকার গুণসম্পন্ন রাজ এ যজ্ঞের অধিকারী হইতে পারেন, তাহা মহাভারতের সভাপৰ্ব্বে সবিস্তরে বর্ণিত আছে। শতপথব্রাহ্মণে এই যজ্ঞের বিশেষ ব্যবস্থা আছে। তন্মতে ইহার প্রধান অঙ্গ ইষ্ট, পশু, সোম ও দবী হোম। অগ্রে পবিত্র নামক সোম-যাগ, পরে অভিষেচনীয় যাগ, তৎপরে দশপয়যাগ ও কেশবপনীয়, তদনন্তর বুষ্টি, তৎপরে দ্বিরাত্র এবং অবশেষে ক্ষত্রস্তুতি নামক যাগ । এই সাতটী যজ্ঞের সমষ্টিই রাজস্থয় । “যে রাজস্থয়েন যজতে দেবস্থষ্টোব৷ এস যজ্ঞ: ক্রতুঃ—” ইত্যাদি ক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ কাণ্ডে বিবৃত আছে। এতদনুসারে কাত্যায়ন শ্রেীতস্থত্রে রাজস্থয়ের বিশেষ ব্যবস্থা বিধিবদ্ধ হইয়াছে । যথা— “রাজ্ঞেরাজস্বয়ঃ, (১) অর্থাৎ রাজসূয় যজ্ঞে রাজারই অধিকার। “অনিষ্টিনোবাজপেয়েন’। (২) তাৎপৰ্য্য এই যে, যিনি বাজপেয় নামক যজ্ঞ করেন নাই তিনি এই যজ্ঞের অধিকারী । “ইষ্টিসোমপশবো ভিন্নতন্ত্রা: কালভেদাৎ’ । (৩) অনুমতি প্রভৃতি ইষ্ট নামক যাগ, পবিত্র নামক সোমযাগ, পশুযাগ, এই যজ্ঞে ভিন্ন ভিন্ন কালে বিহিত আছে। ইত্যাদি । আপস্তম্বন্ধুত্রে ইহার বিষ্পষ্ট বিধি আছে। “রাজা স্বৰ্গকামোরাজস্থয়েন যজেত” অর্থাৎ স্বৰ্গকামী রাজ রাজস্থয় নামক যজ্ঞ করিবেন । অথৰ্ব্ববেদের বৈতানসূত্র সপ্তম অধ্যায়ের প্রারস্তে ১৩ট স্বত্র দ্বারা ইহার সংক্ষিপ্ত ক্রম নিণীত আছে । যথা— “অর্থ রাজস্বয়ঃ” (১) “তৈষ্যাঃ পুরস্তাৎ পবিত্রঃ" (২) পৌষী পূর্ণিমার পূৰ্ব্বে পবিত্র নামক সোম্যাগ। “মাসাস্তরেষু দশসংস্থপঃ” (৩) মাসাস্তরে দশসংসৃপ নামক কাৰ্য্য —“মাস্থ্যাং অভিষেচনীয়ঃ” (৪) মাঘী পূর্ণিমায় অভিষেচনীয় ষাগ । “মরুত্বতীয়াৰ্দ্ধার্হস্পত্যেষ্টি:” (৫) মরুত্বতীয় নামক কার্য্যের পর বৃহস্পতিসব নামক স্বাগ। “হৰিধানযো:পুরস্তাদ্বৈয়াস্ত্ৰং চৰ্ম্ম” (৬) হবিধান নামক মণ্ডপের সম্মুখে ব্যাঘ্ৰচৰ্ম্ম স্থাপন। ইত্যাদি—