পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఢి: ఈ ভারত-রহস্ত । কতকগুলি মন্ত্র পাঠ করাইতেন। সে সকল মন্ত্র কৃষ্ণ যজুৰ্ব্বেদের ১ কাওঁীয় ৮ প্রপাঠকের ১২ অনুবাকে উক্ত আছে। তাহার একটী মন্ত্র এই— ਜਾਵੇ মাস্বস্ত: ক্ষত্রস্ত্যোলমসি ক্ষত্রস্ত | | , | | যোনিরস্তাবিন্নো অগ্নিগু হপতি রাবিন্ন ইন্দ্রে | | | | বৃদ্ধশ্রব আবিন্ন; পূষা বিশ্ববেদ আবিরে। | } মিত্রবরুণবৃতাবৃধবাবিন্নে। ইত্যাদি | | ইহার তাৎপৰ্য্যার্থ এই যে, অগ্নি যেমন যজ্ঞের দ্বারাই গৃহপতিত্ব প্রাপ্ত হইয়াছিলেন, ইন্দ্র যেমন যজ্ঞের দ্বারা পূর্ণকীৰ্ত্তি হইয়াছেন, পুষাদেব যেমন সৰ্ব্বশিল্পজ্ঞানী, মিত্রবরুণ নামক দেবতাদ্বয় যেমন সত্যসন্ধ, পৃথিবী যেমন ধারণ-শক্তি-সম্পন্ন এবং অদিতি যেমন সৰ্ব্বদেবস্বরূপিণী অর্থাৎ সৰ্ব্বদেব-মাতা হইয়াছেন, সেইরূপ অমুক রাজার পুত্র, অমুক রাজার পৌত্র, অমুক নামা এই যজমান, এই যজ্ঞের দ্বারা এই রাজ্যের সমস্ত প্রজার উপর মহাধিপত্য ও মহারাজ্য প্রাপ্ত হইলেন এবং এই রাজ্যের মধ্যে মহাকুলত্ব লাভ করিলেন । স্বর সহকারে মন্ত্র পাঠ সমাপ্ত হইলে পর, রাজা তাহার অভিপ্রেতার্থ প্রকাশ করত বলিতে থাকেন যে, “যজ্ঞফলদাতু পরমেশ্বরস্ত প্রসাদফলমিতি ভবড়্যঃ স্থচয়ামি নত্বহং গৰ্ব্বোক্তিং ভণামীতি বিদন্তু ভবন্তঃ’ অর্থাৎ আমি গৰ্ব্বোক্তি করিতেছি না ; ইহা যজ্ঞফলদাতা পরমেশ্বরের অনুগ্রহের ফল, আমি ইহাই আপনাদিগকে জ্ঞাত করিতেছি । যাগপ্রবৃত্ত রাজা এইরূপ বলিলে, ব্রহ্মা নামক ঋত্বিক্ সভাস্থ ক্ষত্রিয় প্রভৃতি ব্যক্তিসমূহকে সম্বোধন করিয়া বলিতে থাকেন,—“ভো ভারতঃ অয়ং বঃ সৰ্ব্বেষাং রাজা সোমোহস্মাকং ব্রাহ্মণীনাং রাজা ।” ষ্টে ভারতবাসিগণ ! ইনি আপনাদের সকলেরই প্লাজা, সোম (লতা) আমাদের সকল ব্রাহ্মণের রাজা । * + ইহাতে একটি গুঢ় অভিপ্রায় ব্যক্ত হইতেছে। রাঙ্গ রাজস্বয় যজ্ঞ দ্বারা সকল প্রজার উপর আধিপতা লাভ করিলেন কিন্তু ব্রাহ্মণের উহার অধীনত্ব স্বীকার করিলেন না এবং তাছাই প্তাহার কৌশল দ্বার সম্ভস্থলে ব্যঞ্জ করিলেন। -