পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* * * ভারত-রহস্ত । “ব্রাহ্মং প্রাপ্তেন সংস্কারং ক্ষত্ৰিয়েণ যথাবিধি । সৰ্ব্বস্তান্ত যথাস্তায়ং কৰ্ত্তৰাং পরিরক্ষণম্।” ব্রাহ্মং সংস্কারং—ব্রাহ্মণৈ: কৃতং অভিষেকম । " مي অর্থাৎ ব্রাহ্মণের যে ক্ষত্রিয়কে বিধিবিধানক্রমে অভিষেক (রাজ্যাধিকার দান) করেন, সেই অভিষিক্ত ক্ষত্ৰিয়ই স্তায়ানুসারে এই সমস্ত প্রজার রক্ষণাবেক্ষণ করিতে পারবেন, অষ্ঠে নহে। প্রজাপলিন করাই অভিষিক্ত ক্ষত্রিয়ের প্রধান ধৰ্ম্ম । এই মন্ত্রর বচন দ্বারা জানা গেল যে, পূৰ্ব্বে ব্রাহ্মণেরাই এদেশের হৰ্ত্ত কর্তা বিধাতা ছিলেন, তাহারাই ক্ষত্রিয়দিগকে রাজ্যধিকার দান করিতেন । অভিষেকের কাল । চৈত্রমাস, মলমাস, ও বর্ষা ঋতুতে অভিষিক্ত হইবেক না । শনি ও মঙ্গল বার ভিন্ন বারে, চতুর্থী, চতুর্দশী ও নবমী ভিন্ন তিথিতে এবং শ্রবণ, অশ্বিনী, পুষ্যা ও জ্যেষ্ঠ নামক নক্ষত্রে রাজ্যভিষেক প্রশস্ত । শুক্রাস্তদি জন্ত কালাগুদ্ধিতেও ইহার নিষেধ আছে। এই কালনিয়ামক ব্যবস্থা সম্বন্ধে বিষ্ণুধৰ্ম্মোন্তর বলেন যে, “মৃতে রাজ্ঞি ন কালন্ত নিয়মোহর বিধীয়তে। যদি পূৰ্ব্বরাজার মৃত্যু হওয়ার পর অন্ত রাজাকে অভিষেক করা আবশু ক হয়, তবে সেই অভিষেক্তব্য রাজা আপাততঃ সামান্ত স্নান ( তিল সর্ষপাদির দ্বার ) ও জয় ঘোষণা করিয়া অন্ত এক ংহাসনে উপবিষ্ট হইয়া রাজকাৰ্য্য করবেন, পশ্চাৎ উপযুক্ত শুভ দিনে যথাশস্ত্রি অভিষিক্ত হইবেন । আর মূল রাজা যদি জীবিত থাকিয়া কোন উপযুক্ত কারণ বশতঃ অন্য কোন ব্যক্তিকে রাজা করিতে ইচ্ছা করেন, তাহ হইলে আর অভিষেক্তব্য ব্যক্তিকে পূৰ্ব্বোক্ত বিধির अश्ष्ठान করিতে হইবে না । তিনি একেবারে অভিষেক ও রাজাসন গ্রহণ করিতে পরিবেন। অভিষেকের দ্রব্যাদি । মন্ত্রী, পুরোহিত দৈবজ্ঞ ও কতিপয় প্রজা । যঞ্জীয় বেদী। সুবর্ণ কলশ । চারি বেদের পুরোহিত ব্রাহ্মণ। পাৰ্ব্বত্য মৃত্তিক, বল্মীক মৃত্তিকা, গজদন্ত মৃত্তিক, সরোবরের ও হ্রদের মৃত্তিক, দেবালয় মৃত্তিকা, ইন্দ্ৰালয় মৃত্তিক,রাজপ্রাঙ্গণ মৃত্তিকা, সমুদ্রসঙ্গম বা নদীসঙ্গম মৃত্তিক, নদীকুল মৃত্তিক বেস্তাদ্বার মৃত্তিকা, গজবন্ধন স্থান মৃত্তিক, অশ্ববন্ধন স্থান মৃত্তিকা, গোষ্ঠমৃত্তিকা, রথ চক্র মৃত্তিক, পঞ্চগব্য, ভদ্রাসন { ভদ্রাসন কি ? তাহ পশ্চাৎ বলা যাইবেক, ) সুবর্ণ কলশ, রৌপ্য কলশ, তাম্র কলশ, মৃত্তিক কলশ, ( এই সকল কলশ যথাক্রমে স্থত, দুগ্ধ, দধি ও জল পরি