পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* २९० ভারত-রহস্ত । করিয়া তাহা তীৰ্থজলাদির দ্বারা প্রপূরিত করবেন। সেই সকল কলশে সৰ্ব্বেীষধি, সৰ্ব্বগন্ধ, সৰ্ব্বরত্ন, সৰ্ব্বপ্রকার বীজ, ফল, ক্ষীরী বৃক্ষের শাখা ও ক্ষরিণী লতার পল্লব নিক্ষেপ করিবেন। অনস্তর তাহ শুভ্র বস্ত্র ও শ্বেত মাল্যের দ্বারা বেষ্টিত করবেন। সেই নব কলসের সমীপে একটি পঞ্চগব্যযুক্ত জলপরিপূর্ণ মৃত্তিক কলস, একটি ঘূতপূর্ণ সুবর্ণ কলস, একটি দুগ্ধ পূর্ণ রৌপ্য কলস, একটি দধি পূর্ণ তমে কলস এবং মধুপূর্ণ মৃত্তিক কলস স্থাপন করিবেন । তৎপাশ্বে কুশোদকপূর্ণ মৃত্তিক কলস, শতছিদ্রযুক্ত সুবর্ণ কলস, নদীজলপূর্ণ সরোবর জলপূর্ণ, কুপজলপূর্ণ ও চতুঃসমুদ্রোদকপূর্ণ কলস সকল স্থাপন করিবেন । এই সকল কলসের পরিমাণ উচ্চ ১৬ অস্কুল এবং ৫২ অঙ্গুল স্থত্রের দ্বারা বেষ্টিত হয়, এইরূপ স্থল হওয়া অবশুক । এই সকল দ্রব্যসম্ভার আয়োজিত হইলে পুরোহিত অগৰ্ব্বণ গুহোক্ত প্রণালী অবলম্বন করিয়া বহ্নিস্থাপন করিবেন। পরে পূৰ্ব্বোক্ত ঐন্দ্রী শান্তি প্রকরণোক্ত সপ্তদশ আহুতি প্রদান করিবেন । অনন্তর শম্মগণ, বৰ্ম্মগণ, স্বস্ত্যয়নায়ুষ্য, অভয়, অপরাজিত, এতন্নামধেয় মন্ত্র সমূহের দ্বারা ঘৃতাহুতি প্রদান করিবেন। (এই পঞ্চগণ মন্ত্রগুলি আথৰ্ব্বণ গুহ পরিশিষ্টে উক্ত আছে, নিম্প্রয়োজন বিধায় সে সকল মন্ত্র উদ্ধৃত করিলাম না)। হোমকুণ্ডের নিকট যে কলস স্থাপিত হইয়াছিল, প্রত্যেক আহুতির উৎস্পষ্ট ভাগ সেই সকল কলসে নিক্ষেপ করিতে হইবে । পুরোহিত এবশুপ্রকারে হোম করিবেন, রাজা তাহার দক্ষিণভাগে দৈবজ্ঞ, সদস্ত ও মন্ত্রী প্রভৃতির সহিত উপবিষ্ট হইয়া সেই কুয়মান অগ্নির সুলক্ষণ দুলক্ষণ দেখিতে থাকিবেন। অগ্নির আবার সুলক্ষণ দুলক্ষণ কি ? যদি জানিতে ইচ্ছা হয়, এজষ্ঠ তাহার দুই একটী কথা বলিতেছি, তস্থার প্রাচীন হিন্দুদিগের বিশ্বাসের গতি কিরূপ ছিল তাহা বুঝিতে পরিবেন। “প্রসন্নাচিম হাজাল লিঙ্গরছিতোহি স: | স্বাহাবসানে জলনঃ স্বয়ং দেবমুখং হবিঃ । যদা ভুঙক্তে মহাভাগ ! তদারাজ্ঞোহিতং বদেত। ইত্যাদি। তুয়মান অগ্নির যদি কোন ছল ক্ষণ দৃষ্ট হয়, তবে তৎস্থচক অনিষ্টনাশের জষ্ঠ অল্প এক স্বতন্ত্র শাস্তির অনুষ্ঠান করিতে হইবেক । প্রধান হোম সমাপ্ত হইলে ঐন্দ্রী শাস্তিতে যে সকল হোমের উপদেশ আছে, সেই সকল হোমেরও অনুষ্ঠান করবেন। হোম সমাপ্ত হইলে পর রাজা স্নানাদির দ্বারা শুদ্ধ হইয়া পূৰ্ব্বকল্পিত স্নানশালায় গমন করিবেন, পুরোহিত ও