পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতীয়-যুদ্ধরহস্ত। రిఛి বিভূষিতস্তু রাজনং সংস্থিতং ভদ্র আসনে ॥ শতচ্ছিদ্রেণ পাত্রেণ সৌবর্ণেন যথাবিধি । অভিষিঞ্চেত ধৰ্ম্মজ্ঞঃ সম্যক্ বেদবিশারদঃ ॥ যা ওষধী রোষধিভিঃ মৃতাভিঃ সুসমাহিতঃ। রথে তিষ্ঠেতি গঞ্জৈশ্চ আব্রহ্মান ব্রাহ্মণেতি চ | বজৈঃ পুম্পৈ স্তথা সোমং রাম ! পুষ্পবর্তীতি চ | তেনৈব চৈব মন্ত্রেণ ফলৈস্তমভিষেচয়েৎ ॥ [ ইত্যাদি । ভারতীয়-যুদ্ধরহস্য। ধনুৰ্ব্বেদের প্রস্তাবে শ্রমবিধি বর্ণিত হইয়াছে। সেই সকল শ্রমক্রিয়া শিক্ষালাভের পরেও অবিস্মরণের জন্ত মধ্যে মধ্যে অনুষ্ঠান করিতে হয় । স্বাহী অবিস্মরণের নিমিত্ত অনুষ্ঠান করিতে হয়, তৎসম্বন্ধে কিছু বিশেষ ব্যবস্থা আছে । সেই ব্যবস্থাটী শাঙ্গ ধর প্রোক্ত ধনুৰ্ব্বেদ-রহস্তের মধ্যে উত্তমরূপে বর্ণিত হইয়াছে। যথা— “এবং শ্রমবিধিং কুৰ্য্যাৎ যাবৎ সিদ্ধিঃ প্রজায়তে । শ্রমে সিদ্ধে চ বর্ষাস্থ নৈব গ্রাহ্যং ধনুঃ করে ॥ পৰ্ব্বাভ্যাসস্ত শাস্ত্রণা মবিস্মরণহেতবে । মাসদ্বয়ং শ্ৰমং কুৰ্য্যাৎ প্রতিবর্ষং শরদৃতে । জাতে চাৰ্শ্বযুজে মাসে নবমীদেবতাদিনে । পূঞ্জয়েদীশ্বরীং চণ্ডীং গুরুং শস্ত্রাণি বাজিন ॥” যতদিন না অস্ত্রশিক্ষা সমাপ্ত হয়, যতদিন না অস্ত্র সকল সম্পূর্ণরূপে আয়ত্ত্ব হয়, তত দিন পূৰ্ব্বোক্ত প্রকারে শ্রমবিধির অনুষ্ঠান করিবেক । শ্রম ক্রিয়ায় সুসিদ্ধ হইলেও অর্থাৎ উত্তমরূপ শিক্ষালাভ হইলেও অভ্যস্তান্ত্রের অবিস্মরণের নিমিত্ত বৎসরের মধ্যে দুই মাস করিয়া শিক্ষিতাস্ত্রের পরিচালন ক্রিয়ার অনুষ্ঠান করিবেক। প্রত্যেক বৎসরের শরৎকালে অর্থাৎ আশ্বিন কাৰ্ত্তিক এই দুই মাসে পূৰ্ব্বাভ্যস্ত শস্ত্রাদির শিক্ষানুরূপ পরিচালনান্ধি করা কর্তব্য। অন্ত ঋতুতে কদাচিৎ অনুষ্ঠান করিলেও করিতে পারবে ; পরস্তু বর্ষাকালে কদাচ ধম্‌ধারণ করিবে না।