পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতীয়-যুদ্ধরহস্ত। రీసి সাঙ্গত * । সেনাপতিগণ আপন আপন সৈন্ত মধ্যে বিভাগক্রমে ( অর্থাৎ ভিন্ন ভিন্ন ক্রমে) প্রতিদিন এক একটা করিয়া সাঙ্গত প্রচার বা সঙ্কেত নিদ্ধারণ করিবেন । সেই সঙ্কেত কেবল সেনাপতিরাই জ্ঞাত থাকিবেন, কোন সেনা কি অন্ত কোন পুরুষ যেন তাহ জানিতে না পারে । সৈন্যপালের একটী প্রধান কৰ্ত্তব্য । “দিবসে দিবসে সেনাং পরিবর্ত্য প্রয়োজয়েত । একত্র সুস্থিতং সৈন্যং শঙ্কং চাস্যাপি সাধয়েৎ ৷” সেনাপতিগণ আপন অপেন সেনাদিগকে এক স্থানে রাখিবেন না এবং প্রতিদিন তাহাদের পরিবর্তন করিয়া কার্য্যে নিযুক্ত করিবেন। কেন না সৈন্যগণ এক স্থানে ও অপরিবৰ্ত্তিত থাকিলে শঙ্কার কারণ হইয়া উঠে । বেতন ও পুরস্কার । মহৰ্ষি বৈশম্পায়ন স্বকৃত নীতি প্রকাশিক গ্রন্থের ধনুৰ্ব্বেদ বিভাগে যোদ্ধগণের বেতনবিধি ও পুরস্কার দানের নিয়ম উল্লেখ করিয়া গিয়াছেন। তাহা দেখিলে এদেশে তৎকালে কিরূপ ধনোন্নতি ছিল, তাহ সহজেই অনুমান করা যাইতে পারে। পূৰ্ব্বকালের রাজার যোদ্ধাদিগকে কিরূপ বেতন দিতেন, ইহা জানিবার জন্ত সময়ে সময়ে অনেকেরই কৌতুহল হইয়া থাকে। এই দুই কারণেই আমরা এই প্রস্তাবে বেতন ও পুরস্কার ঘটিত বচনগুলি উদ্ধৃত করিলাম। “যুবরাজায় বৰ্ব্বাণাং পঞ্চসাহস্ত্ৰিকী ভৃতিঃ । সৰ্ব্বসনা-প্রণেত্রে চ চতুঃসাহশিকী চ সা। ভূতিশগতিরথে দেয়া বৰ্ব্বাণাং ত্রিসহস্ৰকম্। মহারথায় সাহস্রদ্বয়ং রাজ্ঞাধিমাসিকম্ ॥ বেতনং রথিকায়াহুর্থসাহস্ৰং গজযোধিনে । দদ্যাদর্দ্ধরথায়াথ বেতনং শতপঞ্চকম্ ॥ একস্মৈ রখিকায়াথ তাদৃশে গজসাদিনে । নিষ্কানাং ত্রিশতং দদ্যাৎ যতন্তে তৎ কুটুম্বিনে ॥

  • ইউরোপীয় সৈন্তগণের মধ্যে এই সঙ্কেত বাক্যের নাম Parole.