পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ 8 a. ভারত-রহস্ত । সৰ্ব্বাশ্বাধিপতীরাজ্ঞস্তিসাহস্ৰং স বা ইতি । পাদাতাধিপতিশ্চাপি দ্বিসাহস্ৰস্য ভাজনম্ ॥ পদাতানাং সহস্ৰস্য নেত্রে পঞ্চ শতং স্মৃতম্। তথ! চাখসহস্রেশে সহস্রং বেতনং ভবেৎ ॥ পদতয়ে সুবর্ণনাং পঞ্চকং বেতনং ভবেৎ । শতপত্যধিপে সপ্ত বৰ্ব্বণাং হয়চারিণে ॥ গজযন্ত্রে সরিথেশ্চ ধ্বজিনে চক্রপায় চ | পদাতিত্রিশতেশায় পথিকোষ্ট্রচরায় চ | বাৰ্ত্তিকাধিপতেশ্বাপি বেত্রিণাং পতয়ে তথা । স্থতমাগধবন্দীনাং পতয়ে বীবধাধিপে ৷ সেনায়া ভূতিদাত্ৰে চ ভটানাং গণনাপরে। মাসি মাসিতু বৰ্ব্বাণং দশ পঞ্চ চ বেতনম্। তত্তত কাৰ্য্যানুসারেণ কুলপৰ্য্যায়তস্তথা । ভটানান্তু ভূতিঃ কল্প্য তত্তৎ কালানুসারত: ॥’’ রাজা যুবরাজকে মাসিক পাচ হাজার বর্ব + এবং প্রধান সেনাপতিকে মাসিক চারি হাজার বর্ব বেতন প্রদান করিবেন। যিনি অতিরথ । রাজার নিকট তিন হাজার বর্ব মাসিক বৃত্তি পাইবেন এবং যিনি মহারথ তাহাকে অনুনি হুই সহস্ৰ বৰ্ব্ব মাসিক বৃত্তি প্রদান করা কৰ্ত্তব্য । যিনি গজ-যোধী ও রথী ; রাজা তাহাকে এক সহস্ৰ বৰ্ব্ব এবং ঘিনি অদ্ধ-রথা রাজা তাহাকে পাঁচ শত বৰ্ব্ব বেতন দিয়া বাধ্য রাখিবেন। যিনি কেবলমাত্র রথী, পরস্তু স্বনিপুণ নহেন ; তাহাকে এবং যিনি গজযোধী পরস্তু তদ্বিষয়ে অল্পজ্ঞ, এরূপ ব্যক্তিকে মাসিক তিন শত নিষ্ক প্রদান করা কৰ্ত্তব্য । যিনি সমুদায় অশ্বারোহী সৈন্তের অধিপতি, তিনি মাসিক ভিন হাজার নিষ্ক পাইবার যোগ্য এবং যিনি সমস্ত পদাতি সৈন্তের অধিনায়ক তিনি দুই হাজার নিষ্ক পাইবার যোগ্য । যিনি এক হাজার পদাতি সৈষ্ঠের নিয়ন্তা ; তাহার মাসিক বেতন পাঁচ শত

  • ইহা এক প্রকার প্রাচীন সুবর্ণ মুদ্রা। + সর্বশ্রেষ্ঠ রথ-যোদ্ধাকে অতিরথ বলে। ইহার পরিভাষাটা পৃথক স্থানে বর্ণন করা

ধাইবে ।