পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8& ভারত-রহস্ত । রাজা তাহার বন্ধুকে অর্থাৎ স্ত্রী, পিতা মাতা অথবা পুত্রকে তদীয় প্রাপ্য জীবিক প্রদান করিবেন । ( যে ব্যক্তি যাহা মাসিক বৃত্তি পাইত সেই মাসিক বৃত্তিই প্রদেয়।) যে ব্যক্তি দীর্ঘকাল রাজসেবা করিয়া জীর্ণ হইয়াছে, কার্যক্ষম হইলেও রাজা তাহাকে সম্পূর্ণ বৃত্তি প্রদান করিবেন। ষে ব্যক্তি পূৰ্ব্বে বিশেষরূপে সেবাতৎপর ছিল, ( অবাধে ও প্রাণপণে কাৰ্য্য করিয়া আসিয়াছে ), সে ব্যক্তি কাৰ্য্য ত্যাগ করিয়া জীবিত থাকুক, অথবা মৃত হউক, তাহাকে অথবা তাহার স্ত্রী পুত্রকে অৰ্দ্ধ-জীবিক অর্থাৎ সে যাহা পাইত তাহার অদ্ধ-পরিমাণ বৃত্তি দেওয়া অবশু কৰ্ত্তব্য । যে যোদ্ধা সংগ্রামে প্রবৃত্ত হইয়া শক্র কর্তৃক বিনষ্ট হয়, যে যুবা বিনষ্ট না হইয়া আহতপ্রযুক্ত কাৰ্য্যকরণে অক্ষম ও জীবিত থাকে, সে ব্যক্তিকেও পূৰ্ব্ব বেতনের অৰ্দ্ধ পরিমাণ বেতন দেওয়া কৰ্ত্তব্য । যে ব্যক্তি রাজার শত্র বিনাশে উদ্যত হইয়া শত্রুর মৰ্ম্ম বিঘাতে অর্থাৎ যে ব্যক্তি শত্রু বিনাশে কৃতকাৰ্য্য হয়, হইয়া পুনশ্চ রাজসেবায় নিযুক্ত থাকে, সে ব্যক্তি দ্বিগুণ বেতন পাইবার উপযুক্ত । যে ব্যক্তি শত্রুসৈন্ত ভেদ করিতে সমর্থ, তুর্গপ্রবেশে তৎপর, রাজ্যবৃদ্ধিকারী রাজা তাহাকে ভূরি পরিমাণ অর্থের দ্বারা পরিতুষ্ট রাখিবেন। পুরস্কার । “প্রত্যগ্রে কৰ্ম্মাণ কৃতে শ্লাঘমানঃ কৃতাদরঃ । যোধেভ্যঃ পূৰ্ণপাত্ৰং হি দদ্যাদ্রাজ বিশেষতঃ ॥” { বৈ, নীতি । আজ্ঞানুরূপ কার্য সম্পাদন করিয়া আসিলে, রাজা তাহাকে সমাদর করিবেন, সৰ্ব্বসমক্ষে প্রশংসা করিবেন, তাহাকে এবং তাহার আজ্ঞাপালক ষোধবর্গকে বিশেষরূপ পূর্ণ পাত্র (পরিমিত ধন ও দ্রব্য ) প্রদান করবেন। এই সাধারণ বিধির অন্তর্গত বিশেষ বিধি অর্থাং কিরূপ কার্য্যের পুরস্কারার্থ কিরূপ পূৰ্ণপাত্র (পুরস্কারীয় ধন বা দ্রব্য ) প্রদান করা কর্তব্য তাহ নিম্নলিখিত শ্লোকে প্রকাশিত আছে । “জস্থাৎ প্রহৃষ্টে নিযুতং বৰ্ব্বণাং রাজঘাতিনে । তদৰ্দ্ধং তৎসুতবধে সেনাপতিবধে তথা ॥