পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতীয়-যুদ্ধরহস্ত। כל: כל দিগকে পানাদি করান, অস্ত্রাদি আনিয়া দেওয়া, ইত্যাদি কাৰ্য্যসমূহ পদাতিদিগের কৰ্ত্তব্য বলিয়া বিহিত হইয়া থাকে । - চৰ্ম্মধারীরা শত্রুসৈন্তভেদ, সৈন্তের রক্ষা, সংহতদিগকে বিরল করা, ইত্যাদি ইত্যাদি কাৰ্য্য করবেন এবং ধন্থধারীরা শত্রুদিগকে বিমুখ করিবেন অর্থাৎ অগ্রসর হইতে দিবেন না এবং রথীরা শত্রুদিগের ত্রাস উৎপাদনে নিযুক্ত থাকিবেন। গজের দ্বারা সংহতের ভেদ, ভেদের সংঘাত একত্রীকরণ এবং প্রাচীর, তোরণ ও অট্রাল প্রভৃতির ভঙ্গসাধন করা কর্তব্য । . বিষম অর্থাৎ বন্ধুর ভূমিতে পদাতিসৈন্তের দ্বার সমতল স্থানে রথিসৈন্তের দ্বারা, জলকদমাদিযুক্ত স্থানে গজসৈন্তের দ্বারা যথাযোগ্য যুদ্ধ করা কর্তব্য বলিয়া উক্ত হইয়াছে । এবপ্রকারে, বৃহরচনাপূৰ্ব্বক স্বৰ্য্যদেবকে পশ্চাদ্ভাগে রাখিয়া এবং অনুকূল বায়ু ও অমুকুল গ্রহ অবলোকন করিয়া যুদ্ধারম্ভ করিবেক এবং নাম ও গোত্র উল্লেখ পূৰ্ব্বক নানাপ্রকার উত্তেজক বাক্যে স্বসৈন্তদিগকে উত্তেজিত করিবেক । বৃহস্থসেনা ও সেনাপতিগণ কিপ্রকারে সঞ্চরণ করিবেন, কিরূপেই বা যুদ্ধ করিবেন ; তত্তাবৎ বৃত্তান্ত শুক্রনীতির সপ্তম প্রকরণ দেখিলে জানা যায়। পাঠকগণের মুখবোধার্থ এস্থলে তাতার কিয়দংশ উদ্ধৃত করিতেছি ; দেখিবেন, প্রাচীন সৈনিক পুরুষের কিরূপে যুদ্ধকাৰ্য্য নিৰ্ব্বাহ করিতেন । "হিরচনসক্ষেতা বাদ্যভাষাসমৗরিতান। স্বসৈনিকৈৰ্ব্বিনা কোহপি ন জানীয়াত্তথবিধান ॥ নিয়োজস্বেচ্চ মতিমান বাহান নানাবিধান সদা । অশ্বনাঞ্চ গজানাঞ্চ পদার্তীনাং পৃথক পৃথক্ ॥ উচ্চৈঃ সংশ্রাবয়েছ,াহসক্ষেতান সৈনিকান নৃপঃ। বামদক্ষিণসংস্থোবা মধ্যস্থো বাথ সংস্থিতঃ ॥ শ্ৰুত্বা তান সৈনিকঃ কাৰ্য্যমনুশিষ্টং যথা তথা । সৰ্ম্মীলনং প্রসরণং পরিভ্রমণমেব চ। আকুঞ্চনং তথা যানং প্রয়াণমপষানকম্। পৰ্য্যায়েন চ সাম্মুখ্যং সমুখানঞ্চ লুণ্ঠনম্ ॥ ংস্থানঞ্চাষ্টদলবৎ চক্রবন্ধগোলতুল্যকম্ । সুচীমুখং শকটবদগ্ধচন্দ্রং সমস্তথা।