পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতীয়-যুদ্ধরহস্ত। 为敬爱 দুর্গ। রাজদিগের বহু শত্র, পররাজ্যের সহিত তাহদের সর্বদাই যুদ্ধ বিগ্ৰহ হইবার সম্ভব, এনিমিত্ত র্তাহীদের এক একটা অন্তের দুর্গম্য স্থান প্রস্তুত রাখা অবশ্যক। সেহ সকল গম্য ও দুর্ভেদ্য স্থানের নাম “দুর্গ” । ইহা তাহদের একটী প্রধান সম্পদ, এনিমিত্ত শাস্ত্রকারের রাজাদিগের ষষ্ঠ সম্পদের মধ্যে দুর্গকে প্রধান সম্পদ বলিয়া গণনা করিয়াছেন । মন্ত্র, যাজ্ঞবল্ক্য, কমন্দক, ভোজ এবং অন্যান্য সমস্ত রাজ-শাস্ত্র-উপদেষ্টগণ দুর্গ সম্পত্তির উল্লেখ করিয়া তাহার নিৰ্ম্মাণ পদ্ধতি ও প্র কারভেদ বর্ণনা করিBBB S BB BBBBBB D KSBBBB BBS B BBBB BBBSBB BBB BBBS বিধি ও স্থান পরীক্ষা প্রভৃতি লিখিত আছে। রাজ্য, রাজধানী ও দুর্গস্থাপন বিষয়ে কমন্দকোত্ত স্থান পরীক্ষণ এতৎপ্রস্তাবের প্রথমে সংগ্রহ করা হইল । ১ম, স্থান-পরীক্ষা । “ভূ গুণৈবদ্ধতে রাষ্ট্রং তদৃবৃদ্ধিনৃপবৃদ্ধয়ে । তস্মাৎ গুণবতীং ভূমিং ভূত্যৈ ভূপস্তু করয়েৎ ॥” ‘‘শস্তকরবর্তা পুণ্য খনিদ্রব্যসমন্নিত । গোহিত ভূরিসলিল পুণ্যের্জনপদে তা ॥” “রম্য সংকুঞ্জরবন বারিস্থলপথান্বিত । অদেবমাতৃকা চেতি শস্ততে ভূ বিভূতয়ে ।” ( কামনাক । স্থানের গুণে রাজার সম্পত্তি বদ্ধিত হয় এবং রাজ্যসম্পত্তির বৃদ্ধিতেই রাজার উন্নতি হয় ; এজন্য রাজা আপনার ঐশ্বৰ্য্য বদ্ধনের নিমিত্ত প্রথমতঃ গুণবতী ভূমি গ্রহণ করিবেন । কিরূপ ভূমি গুণবতী ? তাহ বলা যাইতেছে। যে স্থান শস্যশালিনী, যে স্থানে আকর অাছে, যে স্থান অতি পুণ্য অর্থাৎ পবিত্র (স্বাস্থ্যকর ও সুদৃশ্য), যে স্থানে খনি আছে, যে স্থানে ব্যবহার্য দ্রব্য সুলভ, যে স্থান গো ও অশ্ব প্রভৃতি বহু পশু রাখিবার উপযুক্ত, যে স্থানে জলকষ্ট নাই, যাহার চতুর্দিকে উৎকৃষ্ট উৎকৃষ্ট জনপদ আছে যে স্থান সুন্দর অর্থাৎ রমণীয়, যে স্থানে বা যাহার নিকটস্থ বনে হস্তী পাওয়া যায়, ও যাহার নিকটে বন আছে, যে প্রদেশে জলপথ ও স্থলপথ উভয়ই বিদ্যমান, যে দেশ দেবমাতৃক নহে, অর্থাৎ