পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, রত্ন-রহস্ত । "যুক্ত মাণিক্য বৈদূর্ঘ্য গোমেদান বজ্রবিক্রমে। পুষ্পরাগং মরকতং নীলঞ্চেতি যথাক্ৰমাৎ ॥” তন্ত্রসর । পাঠকগণ ! বৈদুৰ্য্য কি ? গোমেদ কি ? বলিয়া ব্যস্ত হইবেন না, ক্রমে সমস্তই বলিব ; অগ্ৰে মুক্তার বিবরণগুলি গুমুন। মুক্ত বহুমূল্য রত্ন । ভারতবাসিগণের ন্যায় ইয়োরোপীয়গণও প্রাচীনকাল হইতে ইহার বিশেষ আদর করিয়া আসিতেছেন। পূৰ্ব্বকালে রোমকগণ ইহা বহুব্যয়ে ক্রয় করিতেন। একজন রোমক গ্রন্থকার তাহার সময় একছড়া মুক্তাহার অষ্ট লক্ষ টাকায় বিক্রয়ের কথা উল্লেখ করিয়াছেন। পমণী মিথোটিডসকে পরাজয় করিয়া তাহার রত্নাগারে স্ত,পাকার মুক্ত, মুক্তবিজড়িত বিবিধ অলঙ্কার ও একখানি রাজপ্রতিমূৰ্ত্তি দর্শন করিয়াছিলেন । মিথে টিল্ডসের এই প্রতিমূৰ্ত্তি অতি বহুমূল্য মুক্তায় খচিত ছিল । সেনেকা কহেন, রোমক অঙ্গনার অতি বহুমূল্য নির্দোষ মুক্তার কর্ণাভরণ প্রস্তুত করিয়া ব্যবহার করিতেন। পূৰ্ব্বতন পারস্ত, মিসর, এবং বাবিলন দেশীয় লোকেরা মুক্তার অত্যন্ত সমাদর করিত । প্রসিদ্ধরূপবতী ক্লিওপেট । একটি অতি বহুমূল্য মুক্ত চূর্ণ করিয়া মদ্যের সহিত পান করিয়াছিলেন, এবং ততোধিক বহুমূল্যের একটি মুক্ত দ্বিখণ্ড করিয়া রোমের প্রসিদ্ধ ভিনসের মূৰ্ত্তির কর্ণাভরণ করিয়া দেওয়া হইয়াছিল। আধুনিক সময়ে রাঞ্জী এলিজেবেথের রাজ্যকালে তৎসমক্ষে স্তর টমাস গ্রেসাম একটা ১৫০০ • • • টাক মূল্যের মুক্ত চূর্ণ করিয়া মদ্যের সহিত পানকরতঃ স্পেনদেশীয় রাজদূতকে চমৎকৃত করিয়াছিলেন। মুক্ত এইরূপে সকল সময়ে ও সকল রাজ্যেই সমাদৃত হইয়া আসিতেছে। * * - আধুনিক বহুমূল্য যুক্তার মধ্যে পারস্তাধিপতি সাহার ৬ছয় লক্ষ টাকা মূল্যের একটা ও মস্কটের ইমামের তিন লক্ষ টাকার অধিক মূল্যের একটি মুক্ত আছে । ভারতের জ্যোতিষশাস্ত্রে মুক্তার সমধিক প্রশংসা দৃষ্ট হয়। আচার্যের ইহার ধারণে মহফিল, গৃহে থাকিলে মহফিল, অধিষ্ঠাত্রী দেবতা চন্দ্র ; এইরূপে গৌরব বৃদ্ধি করিয়া গিয়াছেন। বৈদ্যকশাস্ত্রকারেরাও ইহার গৌরব করিতে ক্রটি করেন নাই। ইহার গুণ, ঔষধে উপযোগ ও উপকারিত বিষয়ে রাজনির্ঘণ্ট ও ভাবপ্রকাশ প্রভৃতি বৈদ্যক গ্রন্থে অনেক কথা আছে । মুক্তার ছায়া বা বর্ণ, বিশেষ বিশেষ আকর বা উৎপত্তিস্থান, ও বিশেষ বিশেষ পরীক্ষা প্রভৃতি অনেক রহস্ত কথা গরুড়পুরাণে আছে। তদ্ভিন্ন অগ্নিপুরাণ, 心熟默