পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४२ রত্ন-রহস্ত । “বংশজং শশিসঙ্কাশং কক্কোলফলমাদ্ৰকম্‌ : প্রাপ্যতে বহুভিঃ পুণ্যৈস্তদ্রক্ষ্যং বেদমন্ত্রতঃ ॥” “পঞ্চভূতসমুদ্রেকাৎ বংশে পঞ্চবিধে ভবেৎ। মুক্ত পঞ্চবিধ তাসাং যথালক্ষণমুচ্যতে ॥” “পার্থিবী গুরুবৎ স চ তৈজসী তেজসা লঘুঃ । বায়বী চ মৃত্যুঃ স্থল। গাগণী কোমলা লঘুঃ ॥ “আপ্যাঃ স্নিগ্ধা ভূশং শুক্লাঃ পঞ্চৈতাঃ প্রবরা মতাঃ। আসাং ধারণমাত্রেণ ব্যাধিঃ কোপি ন জীয়তে ॥" গজাহিকোলমৎস্যানাং শীর্ষে মুক্তাফলোদ্ভব । ত্বক্সারগুক্তিশঙ্খানাং গর্ভে মুক্তাফলোদয়ঃ ” “ধারাধরেষু জায়েত মৌক্তিকং জলবিন্দুভি । জীমুতে শুচিরূপঞ্চ গজে পাটলভাস্বরম্ ॥” “মৎস্তে শ্বেতঞ্চ নিস্তেজঃ ফণীন্দ্রে নীলভাস্বরম্। হরিচ্ছে,তং তথা বংশে পীতখেতঞ্চ শূকরে।” “শঙ্খশুকুঞ্জবং শ্বেতং মুক্তারত্নময়ত্তমম্।” বংশজমুক্ত চন্দ্রের ন্যায় অথবা কপূরের ষ্ঠায় শুভ্রবর্ণ, কক্কোল ফলের ন্যায় গঠন ও স্নিগ্ধ। বহু পুণ্য না থাকিলে বংশজমুক্ত লাভ হয় না। প্রাপ্ত হইলে তাহাকে মন্ত্রপূক্ত করিয়া রাখিতে হয় । পঞ্চভূতের নূ্যন ধিক্য অনুসারে বাশ সকল পাচ প্রকার। সুতরাং তজ্জাত মুক্ত সকলও পাচপ্রকার । তাহদের কাহার কিরূপ লক্ষণ তাহাও বলিতেছি । পৃথিবী ভূত-প্রাবল্যের বেণুজমুক্ত ওজনে ভারি হয় ; তেজঃপ্রাবল্যে হালকা হয় ; বায়ুর প্রাবলে মৃদ্ধ ও স্থল হয় এবং আকাশের আধিক্যে কোমল ও লঘু হয় (ইহাই বোধ হয় বংশলোচন ; জমাট বধিলে মুক্ত বা প্রস্তর নচেৎ বংশলোচন)। জল-ভূতের আধিক্যে অত্যন্ত শুভ্র ও স্নিগ্ধগুণবিশিষ্ট হয়। এই সকল যুক্ত ধারণ করিলে কোন ব্যাধিই উৎপন্ন হয় না । হস্তী, সৰ্প, শূকর ও মৎস্যের মস্তকে, আর ত্বক্সার, গুক্তি (ঝিমুক ) ও শঙ্খের উদরে মুক্ত জন্মে । ধারাধর অর্থাৎ মেঘবিশেষে জলবিন্দু দ্বারা মুক্ত জন্মে। জীমূতে অর্থাৎ , Ay »