পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রত্ন-রহস্ত । “ঈষত্তাম্রশ্বেতাস্তযোবিযুক্তশ্চ তাম্ৰাখ্যাঃ ” পরলৌকিক দেশীয় যুক্তার লক্ষণ যথা— “কৃষ্ণাঃ শ্বেতাঃ পীতাঃ সশর্করাঃ পারলৌকিক বিষমঃ ।” বৃহৎসংহিতা । এতদ্ভিন্ন শব্দকল্পদ্রমে একটি প্রমাণ উদ্ধৃত হইয়াছে। যথা— “পারলৌকিকসস্থতং মৌক্তিকং নিবিড়ং গুরু। প্রায়ঃ সশর্করং জ্ঞেয়ং বিষমং সৰ্ব্ববর্ণিকম্‌ ৷” পারলৌকিক দেশীয় মুক্ত কিছু নিবিড় (কঠিন বা গাঢ় জমাট ) ও ওজনে ভারি হয় । কাল, শ্বেত, পীত এই তিন বর্ণই হয় । ‘প্রায়শঃ সশর্করং’ অর্থাৎ প্রায়ই কঁাকরের দাগ থাকে এবং বিষম অর্থাৎ উত্তমরূপ গোল হয় না। সৌরাষ্ট্রদেশীয় শুক্তিজ-মুক্তার লক্ষণ এই যে,--- “সৌরাষ্টি কভবং স্থলং বৃত্তং স্বচ্ছং সিতম্ ঘনম্‌ ৷” “ন স্থলা নাতাল্পা নবনীতনিভাশ্চ সৌরাষ্ট্রীঃ ।” বৃহৎসংহিত । সৌরাষ্ট্রদেশীয় মুক্তফল স্থল, মৃগেল, সুন্দর, মুনিৰ্ম্মল, শুভ্রবর্ণ ও ঘন ( কঠিন বা গাঢ় জমাট ) হয় । ইহার আকার স্থল নহে অর্থাৎ মধ্যম পরিমাণ । ইহার অভিা অথবা কান্তি নবনীতের হয় । তাম্রপর্ণদেশীয় শুক্তি মুক্তার লক্ষণ এই যে,—“ত(মপর্ণভবং তামং”— তাম্রপর্ণদেশোদ্ভব মুক্ত কিছু তাম্রাভ হয় । বর্ণ ভিন্ন ইহার অন্তান্ত লক্ষণ সকল পরিশব মুক্তার তুল্য। * পারশবদেশীয় মুক্তার লক্ষণ এইরূপ নির্দিষ্ট আছে। যথা— “পীতং পারশবোস্তুৰম্।” “জ্যোতিষ্মন্তঃ শুভ্রাগুরুবেইতিমহ গুণাশ্চ পরিশব: ,” বৃহৎসংহিতা । বৃহৎ সংহিতার মতে পারশব মুক্ত সকল শুভ্র, জ্যোতিষ্মান, গুরু অর্থাৎ ওজনে ভারি হয়। পরস্তু কল্পদ্রুমধৃত প্রথমেল্লিখিত প্রমাণ অনুসারে জ্ঞাত হওয়া যায়; যে, পরিশব মুক্ত পীতাভ হইয়াও থাকে । কেীবের অর্থাৎ উত্তরদেশীয় আকরেৎপন্ন মুক্তাফলের লক্ষণ এইরূপ । যথা— ゞ切ヤ