পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*y রত্ন-রহস্ত । ২ মৎস্তাক্ষ— “মীনলোচনসঙ্কাশে দৃশুতে মৌক্তিকে তু য: | মৎস্তাক্ষ: স তু দোষঃ স্তাৎ পুত্ৰনাশকরোঞ্জবম্ ॥” কোন কোন মুক্তায় মৎস্তের চক্ষুর ন্তায় এক প্রকার চিহ্ন ( বা আভা) দেখা যায়। সেই দৃষ্ঠের নাম মৎস্তাক্ষ । এই মৎস্তাক্ষ মুক্ত ধারণ করিলে ধারণকৰ্ত্তার পুত্রনাশ হইয়া থাকে। ৩ জরঠ বা জঠর । - “দীপ্তিহীনং গতচ্ছয়িং জরঠং তদ্বিচ্‌বুধাঃ। তস্মিন সন্ধারিতে মৃত্যুর্জায়তে নাত্ৰ সংশয়ঃ " যাহার দীপ্তি ও ছায়া নাই, তাহার নাম “জরঠ” বা “জঠর ” এই জরঠ. জাতীয় মুক্ত ধারণ করিলে মৃত্যু হইয়া থাকে। ৪ অতিরক্ত“মোক্তিকং বিদ্রুমচ্ছায়মতিরক্তং বিদ্যুবুধাঃ। দারিদ্রজনকং যম্মাৎ তস্মাস্তুৎ পরিবর্জয়েৎ ॥” কোন কোন স্থানের মুক্তায় প্রবালের দ্যয় রক্তাভ জন্মিয় থাকে । সেই সকল মুক্ত রত্নশাস্ত্রে “অতিরক্ত’ নামে নিৰ্ব্বাচিত হয়। তাহ ধারণ করিলে দরিদ্রতা জন্মে ; সুতরাং তাহ বর্জন করাই বিধেয় । ৫ ত্রিবৃত্ত--- “উপযুপিরি তিষ্ঠন্তি বলয়েমিত্র মৌক্তিকে । ত্রিবৃত্তং নাম তস্তেত্তং সৌভাগ্যক্ষয়কার কম ॥” যে মুক্তায় উপযুপিরি বলি অর্থাৎ স্তরের স্তায় রেখা দেখা যায়, তাহার নাম “ত্রিবৃত্ত”। এই ত্রিবৃত্ত-মুক্ত ধারণে সৌভাগ্য ক্ষয় হইয় থাকে। ৬ চিপীট“অবৃত্তং মৌক্তিকং যচ্চ চিপীটং তন্নিগদ্যতে । মৌক্তিকং প্রিয়তে যেন তস্তাকীৰ্ত্তিৰ্ভবেৎ সদ ॥” যাহ আবৃত্ত অর্থাৎ সুগোল নহে, তাহ “চিপীট” বলিয়। উক্ত হয়। যে মনুষ্য এই “অৰ্বত্ত’ বা “ চিপীট’ ( চ্যাপ্টা ) মুক্ত ধারণ করে, সে সৰ্ব্বদাই অযশোভাগী হয়। సినీ