পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

稳鲁 রত্ন-রহস্ত । বস্তু ছিল বলিয়া অনুমান হয়। সুতরাং এক মাণিক যে, সেরূপ সাত রাজার ধন হইবে, তাহা অার বিচিত্র কি ? ১৮০২ খৃষ্টাব্দে কৌন্ট বুরনন রুবি, সেফায়ার, প্রভৃতি নাম দ্বারা মাণিক্যের শ্রেণী বদ্ধ করেন। এক্ষণে মাণিক্য শুমদেশ, ভারতবর্ষ, সিংহল, ব্রেজিল, বোরনিও, সুমাত্রা, ফ্রনস, প্রভৃতি স্থানে পাওয়া যায় ; কিন্তু ব্ৰহ্মদেশের মাণিক্য সৰ্ব্বোৎকৃষ্ট। কথিত আছে যে, ব্রহ্মদেশের রাজার নিকট পারাবতের অণ্ডের স্থায় একখানি বৃহৎ মাণিক্য আছে। টাবরনিয়ার লিখিয়াছেন, যে তিনি দিল্লীশ্বর মোগল সম্রাটের সিংহাসনোপরি ১০৮ খণ্ড বৃহৎ মাণিক্য স্থশোভিত দেখিয়াছিলেন । তাহার প্রত্যেক খণ্ডের ১ • ০ হইতে ২০০ শত রক্তিক পৰ্য্যন্ত পরিমাণ হইবেক । মার্কপলে কহেন, সিংহলেশ্বরের একখানি বৃহৎ মাণিক্য ছিল। কব - লাই খাঁ এই বহুমূল্য প্রস্তর-খণ্ডের জন্ত সিংহলাধিপতিকে একটী ক্ষুদ্র রাজ্য প্রদান করিতে চাহিয়াছিলেন ; কিন্তু তাহাতেও তিনি এই প্রস্তর বিক্রয় করেন নাই । টাবরনিয়ার তাহার ভ্রমণবৃত্তান্তে লিথিয়াছেন যে, বিশাপুরের রাজার একখানি উৎকৃষ্ট ৫০ রক্তিক ওজনের মাণিক্য ছিল। এক্ষণে আর তাদৃশ বৃহৎ মাণিক্য পাওয়া যায় না, সকল রাজ-ভাণ্ডারেই তাহ দুর্লভ হইয়াছে। লুই নেপোলিয়ানের রাজমুকুটে কয়েকখানি উত্তম মাণিক্য ছিল। ১৮৬২ খৃষ্টাব্দের মহাপ্রদর্শনীতে আমাদিগের মহারাষ্ট্ৰী এম্প্রেশ মহোদয়ার যে দুইখানি বৃহৎমাণিক্য প্রদর্শিত হইয়াছিল, তাহাও প্রশংসার যোগ্য । রুশিয়ার রাজভাণ্ডারে একখানি বৃহৎ ও উৎকৃষ্ট মাণিক্য আছে। উহা সুইডেনের নৃপতি তৃতীয় গষ্টেভস উপঢৌকন প্রদান করিয়াছিলেন। ইহা ভিন্ন অষ্ট্রয়ার রাজমুকুটে কয়েকখানি বহুমূল্য মাণিক্য আছে । * প্রাচীন ইতিবৃত্তলেখকের বহুমূল্য মাণিক্য-মণির বিবরণ লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। থিওফ্রেসট্স এবং প্লিনি প্ৰজলিত দীপশিখার স্তায় দীধিতি বিকাশক একখানি উৎকৃষ্ট মাণিক্যের উল্লেখ করিয়াছেন । ৫০০ খৃষ্টাব্দের পূৰ্ব্বে গ্রীকগণ বৃহৎ মাণিক্যের উপর যে সকল সুদৃশু প্রতিকৃতি খোদিত করিতেন, তাহার কএকখান এপর্য্যস্ত বর্তমান আছে । সে যাহা হউক, এক্ষণে প্রসঙ্গীগত সংবাদ|:বলী পরিত্যাগ করিয়া প্রথমে মাণিক্যের নামগুলি নির্ণয় করা যাউক । তাহ হইলে মাণিক কি ? তাহ অনায়াসেই বোধগম্য হইবে। মাণিক্য-রত্বের অনেকগুলি নাম আছে। অমরসিংহ ইহার শোণরত্ন,

  • > 。