পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

む秒 রত্ন-রহস্য । শোণপদ্ম অর্থাৎ রক্তোৎপল এবং থদিরাঙ্গার ( জলন্ত কাষ্ঠ ও খদিরকষ্ঠ ) সদৃশ ছায়াযুক্ত মাণিক্যের নাম “পদ্মরাগ” এবং তাহ ব্ৰাহ্মণজাতীয়। কুঁচ, সিন্দুর, বাধুলিফুল, নাগরঙ্গ এবং দাড়িমপুষ্পের ন্তায় দীপ্তিযুক্ত হইলে তাহা “কুরুবিন্দ” ও ক্ষত্ৰিয়ঞ্জাতীয় । হিঙ্গুল, অশোকপুষ্প কি ঈষৎ পীতমুক্ত লোহিত, অথবা জবাপুষ্প কিংবা অলক্তকসদৃশ কান্তিযুক্ত হইলে তাহ “সৌগন্ধিক” এবং তাহা বৈশুজাতি । অল্পলোহিত, কাস্তিবজ্জিত, কিন্তু চিকুণগুণযুক্ত মাংসখণ্ডের ন্তায় আভাযুক্ত হইলে তাহ “মাংসখগু” অথবা "নীলগন্ধি” নামে উক্ত হয় এবং তাহাই অস্ত্যজ অর্থাৎ শূদ্ৰজাতীয় বলিয়া গণ্য হয়। “ভানোশ্চ ভাসামন্ত্রবেধযোগমসিদ্যরশ্মি প্রকরেণ দুৰ্বম্। পাশ্বানি সৰ্ব্বাণানুরঞ্জয়স্তি গুণেপপল্লাঃ ফটিক প্রস্থতাঃ ” সুৰ্য্যের কিরণ লাগিলে যে পদ্মরাগ আপন রশ্মির দ্বারা পাশ্বস্থ বস্ত্রসমূহ রঞ্জিত করে, সেই স্ফটিক-প্রস্থত পদ্মরাগমণি গুণযুক্ত বলিয়া গ্রাহ । মাণিক্যরত্বের আট প্রকার দোষ, ৪ প্রকার গুণ, ১৬ প্রকার ছায়া, সমস্তই বিবৃত করা হইল। এক্ষণে সদোষ মাণিক্য ধারণের আরও কয়েকটি ফলাফল বর্ণন করিয়া পশ্চাৎ পরীক্ষা ও মূল্যাদি নিরূপণ করিব । “যে কৰ্করাচ্ছিদ্রমলেপদিন্ধা: প্রভাবিমুক্তঃ পরুষ বিবর্ণাঃ । ন তে প্রশস্ত মণয়ো ভবস্তি সমাসতোজাতিগুণৈঃ সমস্তৈঃ ” “দোষোপস্থ&ং মণিমপ্রবেধাৎ বিভৰ্ত্তি যঃ কশ্চন কঞ্চিদেকম্। তং বন্ধুদুঃথায় সবন্ধবিত্তনাশাদয়ে দোষগণ ভজন্তে ॥” “সপতুমধ্যেহপি কৃতাধিবাসং প্রমাদকৃত্তাবপি বর্তমানম্। ন পদ্মরাগস্ত মহাগুণস্ত ভৰ্ত্তারমাপৎ সমুপৈতি কাচিৎ ” “দোষোপসর্গপ্রভবাশচ যে তে নোপদ্রব্যস্তং সমভিদ্রবন্তি । গুণৈঃ সমুখ্যৈ: সকলৈরাপেতং যঃ পদ্মরাগং প্রযতোবিভৰ্ত্তি ॥৮ কর্কর অর্থাৎ কঁকিল্লারদার, সচ্ছিদ্র, মলিন, বা মললিপ্ত, প্রভাহীন, কর্কশ ও বিবর্ণ হইলে সে মণি অপ্রশস্ত অর্থাৎ ভাল নহে । যে ব্যক্তি অজ্ঞানবশতঃ একটি সদোষ মণি ধারণ করে, তাহাকে নানাপ্রকার আপদ আশ্রয় করে । * ২২৬