পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ভারত-রহস্ত। অবশিষ্ট গো এবং হিরণ্যাদি অন্তান্ত সাহায্যকারী ব্রাহ্মণদিগকে অর্থাৎ চমসাধায়ু ও সদস্ত প্রভৃতি’কে যথা শাস্ত্র বিভাগ করিয়া দেওয়া হইয়া থাকে। এই সময়ে অন্যান্ত প্রার্থী অনাহূত ব্রাহ্মণ, অন্ধ, পঙ্গু, অনাথ প্রভৃতি দীন দুঃখীকে অন্ন, বস্ত্র ও সুবর্ণদ (শক্ত্যনুসারে) বিতরণ করা হয়। যজ্ঞ সমাপ্তির পর আর একটী কাৰ্য্য করিতে হয় ; তাহার নাম অবভূথ স্নান । এই স্নান-কাৰ্য্যটী মহাসমারোহে সম্পন্ন করা হয়। পুরোহিত, বন্ধু, বান্ধব, মুহৃৎ এবং তঁহদেৱ পত্নীবৰ্গ, সকলে সমবেত হইয় যজমানকে লইয়া স্নানার্থ কোন এক মহানদীতে, অভাবে পুণ্যজলাশয়ে গমন করিতে থাকেন। গমনকালে প্রস্তোত নামক পুরোহিত অগ্রে অগ্রে সামগান করিতে করিতে যান, আর ষজমান প্রভূত পুরুষেরা এবং তৎপত্নী প্রভৃতি স্ত্রীলোকেরা পশ্চাৎ পশ্চাৎ তাহার নিধন বাক্য গাইতে থাকেন । * জল-সন্নিধানে উপস্থিত হইলে অগ্রে একটা হোম করা হয়, পরে মহাসমারোহের সহিত জলক্রীড়ায় প্রবৃত্ত হন। এই অবস্তৃত স্বানট সমস্ত বৃহৎ বৃহৎ যজ্ঞের অঙ্গ। এই স্নানে নাকি ব্ৰহ্মহত্যাদি সমস্ত পাপ অপনীত হইয়া থাকে । - ঋকুসংহিতা প্রভৃতি বিবিধ বেদশাস্ত্রের সাধারণ অংশ গ্রহণ করিয়া এই সোমযাগ প্রস্তাবটী প্রকাশ করা গেল । বস্তুতঃ প্রত্যেক শাখাধ্যায়িদিগের সোমযাগাঙ্গুষ্ঠান বিষয়ে কোন কোন অংশে বিশেষ ভাব আছে তাহ বিচক্ষপ পাঠকগণ বোঁধায়নী অগ্নিষ্টোম পদ্ধতি এবং সামবেদীয় অগ্নিষ্টোম পদ্ধতি প্রভৃতি পাঠ করিলেই বুঝিতে পরিবেন। অপিচ এই প্রবন্ধ বিমলভট্টের পুত্র ভট্ট যজ্ঞেশ্বরের বিরচিত গ্রন্থ, গোপথ ব্ৰাহ্মণ, কৃষ্ণযজুৰ্ব্বেদসংহিতা, অধ্যাপক হৌগ প্রকাশিত ঐতরেয় ব্রাহ্মণ, বিবিধ অগ্নিষ্টোম পদ্ধতি, এবং ইংরাজী মিসেস ম্যানিং কৃত প্রাচীন ভারতবর্ষের বিবরণ অবলম্বন করিয়া লিখিত হইল ।

  • গানের প্রত্যেক পৰ্য্যয়ে যেটা সমামরূপে গীত হয়, সামামের সেই ভাগকে নিধন স্থলে । S SBBBBBB BBBB BBBB SBBS BBBB BBBB B BBBBS BBBBB BBB BBB

“ণেরূপ :