পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रृङ्खु-ब्लड्नु । b & হীরকের অনেক নাম আছে। তন্মধ্যে হীর, হীরক, স্থচীমুখ, বরারক, রত্নমুথ্য অভেদ্য, অশির, রত্ন, দৃঢ়, ভার্গবক, ষট্রকোণ, বা সংকোণ, বহুধার ও শতকোটি— এই ১৩ট নাম এবং ব্রজের যত নাম আছে সে সমস্তই হীরকের নাম । সকল শাস্ত্রেই হীরকের বঞ্জ ও কুলিশ প্রভৃতি নাম দেখা যায় । উৎপত্তি-করণ । হীরক কি পদার্থ, এবং কি কারণে ও কি প্রকারে উৎপন্ন হয়, ইহা জানিবার জন্ত পূৰ্ব্বকালের পণ্ডিতের নানাপ্রকার অনুসন্ধান করিয়াও কোন বিশেষ নির্ণয় করিতে সমর্থ হন নাই । আদিমকালের লোকের বলিতেন যে, হীরক ও অন্ত্যন্ত রত্ন সকল বলস্থিরের হাড় হইতে উৎপন্ন ; অর্থাৎ বলনামে এক অসুর ছিল, ইন্দ্র তাহকে বজ্রাস্ত্র দ্বারা দগ্ধ করিলে, তাহার সেই অঙ্গরময় চুর্ণিত অস্থি সকল পৃথিবীর যে ষে স্থানে পড়িয়াছিল, সেই সেই স্থানে সেই সেই দগ্ধস্থি সংস্পষ্ট মৃত্তিকা হইতে কোন এক প্রকার অজ্ঞাতকারণে হীরক প্রভৃতি রত্ন উৎপন্ন হইয়াছিল । ইহার পূৰ্ব্বে পৃথিবীতে হীরক উৎপন্ন হইত না. বলামুরের মৃত্যুর পর হইতেই উৎপন্ন হইতেছে । এ কথা গরুড়পুরাণ প্রভৃতি মহাপুরাণ ও বৃহৎসংহিতা প্রভৃতি জ্যোতিঃসংহিতাগ্রন্থে বিষ্পষ্টরূপে লিখিত থাকা দৃষ্ট হয়। যথা— “বঢ়ি পরীক্ষাং রত্নানাং বলে নামস্থরোহভৰত । ইন্দ্রাদ্য নিঙ্গিতাস্তেন নির্জেতুং তৈন শক্যতে । বরব্যাজেন পশুতাং যাচিতঃ স সুরৈমথে । বলোদদে স্ম পশুতামতিসত্ত্বেমিখে হতঃ। পশুবৎ স বিশেৎ স্তম্ভে স্ববাক্যাশনিষন্ত্রিতঃ ॥” “বলে লোকোপকারীয় দেবনাং হিতকাম্যয় । তস্ত সত্ত্ববিশুদ্ধস্ত সুবিশুদ্ধেন কৰ্ম্মণ । কায়স্তাবয়বা সৰ্ব্বে রত্নবীজত্বমাপ্ত যুঃ। দেবনামথ যক্ষাণাং সিদ্ধানাং পবনাশিনাম। রত্নীজময়ং গ্রাহ: সুমহানভবত্তদা ॥” “তেষান্তু পততাং বেগাৎ বিমানেন বিহীয়সা । যদ যৎ পপাত রত্নানাং বীজং কচন কিঞ্চন । ఫి 8 ఫి 態