পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$టు রত্ন-রহস্ত । যে ব্যক্তি হিমপৰ্ব্বতসমুদ্ভুত বিশুদ্ধ ভীষ্মমণি শ্রদ্ধাপূর্বক গ্রীবাদি স্থানে ধারণ করে সে সৰ্ব্বকালে সম্পত্তি লাভ করে । হে মুনিশ্রেষ্ঠ ! সেই গুণসম্পন্ন ভীষ্মমণি ধারণ করলে তদ্বারা পৃথিবীতে যত প্রকার বিষ আছে তৎসমস্তই নষ্ট হয় । ভীষণ অরণ্যচর হিংস্র-জন্তুর সমীপগত হইয়াও সেই মণিকে অতিক্রম করিতে পারে না । অর্থাৎ ভীষ্মমণিকে ব্যাভ্রাদি জন্তুরাও ভয় করে । ভীষ্মরত্ন-ধারণকৰ্ত্তার কোন ভয়ই উপস্থিত হয় না। গুণযুক্ত ভীষ্মমণি অঙ্গুলিত্রয়ে ধারণ করিয়া পিতৃলোকের উদ্দেশে তপণ করিলে পিতৃলোকের বহুবর্ষব্যাপিন তৃপ্তি হয় । সর্প, বৃশ্চিক, অণ্ডজ ও আখু অর্থাৎ ইন্দুরের বিষ এতদ্বারা নষ্ট হয় এবং ভয়স্কর সলিলভয়, অগ্নি ভয় ও চেীরভয় থাকে না । পণ্ডিত ব্যক্তি সৈবাল ও বকবর্ণ, কর্কশ, পীতাভ, নিম্প্রভ, মলিন, ও বিবর্ণ ভীষ্মমণি দূরে পরিত্যাগ করিবেন। বিজ্ঞ ব্যক্তির ইহার দেশ, কাল ও পাত্র বিবেচনা করিয়া মূল্যাবধারণ করি, বেন। দুরোৎপন্ন হইলে কিছু অধিক মূল্য এবং নিকটেৎপন্ন হইলে কিছু অল্পমূল্য নির্ণয় করিবেন। পুলকমণি। ইহাও এক প্রকার প্রস্তর এবং রত্নমধ্যে গণ্য । ইহার ভাষা নাম কি তাহ আমরা জানি না ।* পরস্তু কেহ ইহাকে স্বল্পরত্ন মধ্যে কেহ বা উপরত্ব মধ্যে নিবিষ্ট করিয়াছেন । ইহার দোষ, গুণ ও পরীক্ষা অন্ত কোন গ্রন্থে দেখা যায় না, কেবল একমাত্র গরুড়পুরাণ হইতেই ইহার যৎকিঞ্চিৎ বৃত্তাস্ত জ্ঞাত হওয়া যায়। যথা— “পুণ্যেযু পৰ্ব্বতবরেষু চ নিম্নগাস্থ স্থানান্তরেষু চতথোন্তরদেশগত্বাং । সংস্থাপিতাশ্চ নখরা ভুজগৈঃ প্রকাশং সম্পূজ্য দানবপতিং প্রথিতে প্রদেশে ॥”

  • বিশেষ চেষ্টা করিলে গোরী, পিটেনিয়া, সোদও প্রভৃতি আধুনিক নানা নামের প্রস্তর হইতে কোন এক অন্যতম নাম ঠিক করিয়া লওয়া যাইতে পারে ।

లి ?