পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৩৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রত্ন-রহস্য । Set “রজতং ষোড়শগুণং ভবেৎ স্বর্ণন্ত মূল্যকম্ ।” শুক্রনীতি । স্বর্ণের মূল্য ষোড়শ গুণ রজত। অর্থাৎ ১৬ গুণ রজতের দ্বারা এক গুণ সুবৰ্ণ ক্রীত বিক্রীত হয় । এ প্রথা অর্থাৎ ১৬২ টাকায় এক ভরি সোণ বিক্রয় হওয়া এক্ষণে উঠিয়া গিয়াছে। এখন ২০ গুণ মূল্য হইয়া পড়িয়াছে। এরূপ মূল্য রাজার দোষেই হইয়া থাকে, ইহা শুক্রাচার্য্য বলিয়াছেন। যথা,— 'রাজদে্ষ্ট্যাচ্চ রত্নানাং মুলাং হীনাধিকং ভবেৎ।” রজত । “তারস্তু নিৰ্ম্মলং শুভ্রং কোমলং ক্যাস্তমং ঘনম্।” বিশুদ্ধ রূপার বর্ণ শুভ্র , থচ কাস্তি আছে । মৃঢ় অথচ ঘন অর্থাৎ তাড়নে ফুটিত হয় না। রূপার কোন দোষ আছে কি না, তাহ অগ্নির দ্বারা জ্ঞাত হওয়া যায়। ইহার মূল্য তাম্র মূল্যের উপদেশ ও স্বর্ণ মূল্যের উপদেশ দ্বারা ব্যক্ত হইয়াছে । “পীতং ধূস্তুরপুপঞ্চ সীসকঞ্চ পলং মতম। পাঠ লাঙ্গলশাখায়৷ মুলমাবৰ্ত্তনাৎ ভবেৎ ॥” { স্বর্ণমিত্তিশেযঃ ] ( গরুড়পুরাণ, ১৮৮ অধ্যায় । ) “অথবা পরমেশীনি মৃৎপাত্রে স্থাপয়েন্ত্রসম,। বীরসেন তন্দ্র ব্যং শোধয়েম্বহুধত্বত: । ধুতনারীরসেনৈব তথৈব শোধনঞ্চরেং । এবং কৃতে তু গুটিক যদি স্তাং দৃঢ়বন্ধনম্। বৃন্তরঞ্চ সমানীয় মধ্যে শুস্তক কারয়েৎ । কৃষ্ণাখ্যা তুলসীযোগে তথা ঘৃতকুমারিক । এবং কুতে বহিযোগে ভস্মসাৎ জ্ঞায়তে কিল । ভস্মযোগে গুবেৎ স্বর্ণং ধনদীয়াঃ প্রসাদতঃ । বিবর্ণং জায়তে দ্রব্যং যদি পুজাং ন চাচরেৎ ॥” মাতৃকাভেদ তন্ত্র, ও পটল । ళొరీ