পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sધષ્ઠ बई-द्रश्नां । ভাৰপ্রকাশ গ্রন্থকার রৌপ্য রত্বের উৎপত্তি ও দোষ গুণাদি বর্ণনা করিয়াছেন। তিনি বলেন যে, রৌপ্য রুদ্রদেবতার অশ্রুজলে জন্মিয়াছিল । পুরাণে ও বৈদিক শ্রুতিতেও উক্ত কথা লিখিত আছে। ভাব প্রকাশে রৌপ্যের লক্ষণ, গুণ ও পরীক্ষা ঘেরূপে নির্দিষ্ট হইয়াছে—তাই এই -- “রূপ্যস্তু বুজত তারং চন্দ্র কান্তি সিত প্ৰভম্। গুরু স্নিগ্ধং মৃদু শ্বেতং দাহে ছেদে ঘনক্ষমম্। বর্ণাঢ্যং চন্দ্রবৎ স্বচ্ছং রৌপ্যং নবগুণং শুভম্। রূপ্যং শীতং কষায়ান্নং স্বাছ পাকরসং সরম্ ॥ বয়সঃ স্থাপনং স্নিগ্ধং লেখনং বাতপিত্তজিৎ । প্রমেহদি করোগাংশ্চ নাশয়ন্ত্যচিরাৎ ধ্রুবম্।।” উত্তম রজতের লক্ষণ এই যে, তাহার কাস্তি চন্দ্রকিরণের স্তায় শুভ্র । দাহকালেও সে শুভ্রতা নষ্ট হয় না । ছেদনকালেও কোমলতা ও শুভ্রতা দৃষ্ট হয়। দেখিতে স্নিগ্ধ, ওজনে ভারি । লৌহের দ্বারা তাড়ন করিলে অর্থাৎ অঘিাত করিলে তাহ চ্যাপ্টা হইবে, তথাপি স্বলুটিত হইবে না। এরূপ লক্ষণাক্রান্ত উত্তম রজতের ৯ট গুণ আছে । যথা—শীতলত্ব, কষায়যুক্তত্ব, অম্লত্ব ( এই কষায়ায় রপট কষ্টিক নামে খ্যাত , স্বাদুপাকিস্ত, সারকত্ব, রসায়নকরত্ব, স্নিগ্ধকারিত্ব, লেখনত্ব, বাতপিত্তনাশকত্ব এবং প্রমেহ প্রভৃতি বহুরোগনাশিত্ব । খনিজাত উত্তম রৌপ্য ভিন্ন অন্ত এক প্রকার কৃত্রিম রৌপ্য আছে। তাছা পারদ ও সীসক প্রভৃতির যোগে প্রস্তুত হয় । সে রূপ দেখিতে রূপার ন্যায় বটে, কিন্তু তদ্বারা কোন উপকার হয় না । যথা— “কৃত্রিমঞ্চ ভবেত্ত্বদ্ধি বঙ্গাদিরসযোগত: ” কৃত্রিম রূপ বঙ্গ অর্থাৎ সীসক প্রভৃতি কএক প্রকার দ্রব্য ও পারদের যোগে প্রস্তুত হইয়া থাকে। সেই কৃত্রিম রূপ ও সদোষ রূপার লক্ষণ এইরূপ । যথা— "কঠিনং কৃত্রিমং রুক্ষং রক্তং পীতং দলং লঘু। দহচ্ছেদধনৈনষ্টং রৌপ্যং দুষ্টং প্রকীৰ্ত্তিতম্ ॥” কৃত্রিম রূপা কিংবা ফুষ্ট রূপার ( খঙ্গ-মিশ্রিত ) লক্ষণ এই যে, তাহ অত্যন্ত কঠিন, রুক্ষ ( রুক।--অর্থাৎ দেখিতে স্নিগ্ধ নহে ),কাটিলে কৰ্ত্তনস্থান রাঙ্গা দেখায়, ওজনে হালকা হয়, দলিত করিলে পীতবর্ণ হয় এবং দগ্ধ করিয়া বা ছিন্ন করিয়া আঘাত করিলে ফাটিয়া যায় । সদোষ রৌপ্য ঔষধে লাগে না । 娱 8סיגל