পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন । স্বর্গগত পূজনীয় পিতৃদেবের আদরের ধন “বুদ্ধদেব” সাধারণের হস্তে অর্পণ করিয়া জীবন সার্থক করিবার ইচ্ছ। চারি বৎসর হইতে হৃদয়ে পোষণ করিতেছিলাম। তিনি সমস্ত জীবন বৌদ্ধশাস্ত্র অধ্যয়ন ও বৌদ্ধধৰ্ম্ম আলোচনা করিয়া ইহা প্রণয়ন করিয়াছেন, ইহাই তাহার শেষ পুস্তক । ইহার কিয়দংশ প্রচারাদি পত্রিকায় প্রকাশিত হইয়াছিল । ১২৯৪ সালের ভাদ্র মাসে যখন পিতৃদেব পরলোক গমন করেন তখন এই পুস্তকের চারি ফরমা মাত্র মুদ্রিত ইয়াছিল। র্তাহার আশীৰ্ব্বাদে এবং তদীয় অধ্যাপক পূজ্যপাদ পণ্ডিত কালীবর বেদান্তবাগীশ মহাশয়ের বিশেষ সাহায্যে অবশিষ্টাংশ মুদ্রিত ও প্রচারিত করিয়া আমার সে ইচ্ছা পূর্ণ হইল। ইহার প্রচার সম্বন্ধে বেদাওবাগীশ মহাশয় যথেষ্ট যত্ন করিয়াছেন এবং অনুগ্রহ করিয়৷ ইহার মুখবন্ধটি BBD DDBBD S BBB BB DDD BBBBB BBYBS KBSB DDD মাত্র। মুদ্রাঙ্কণ বিষয়ে আমার হস্তে পড়িয়া “বুদ্ধদেব’ অঙ্গহানি প্রাপ্ত হইয়াছে বলিয়া আমার বিশ্বাস । যাহাই হউক, “বুদ্ধদেব” এক্ষণে সাধারণের প্রতিভাজন হইলেই যত্ন ও শ্রম সফল জ্ঞান করিব । শ্ৰীমণিমোহন সেন, বছরমপুর ।