পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ । >% শাব্দিকাচাৰ্য্য ভরত, শাক্য-নাম-নিৰ্ব্বাচনপ্রসঙ্গে, পূৰ্ব্বপ্রোক্ত ইতিবৃত্তের পরিপোষক একটা বচন উল্লেখ করিয়াছেন, তদনুসারেও শাক্যবংশ ইক্ষাকু বংশের শাখা বিশেষ বলিয়া স্থিরীকৃত হয়। যথা,— “শাকবৃক্ষপ্রতিচ্ছন্নং বাসং যম্মাৎ প্রচক্রিরে। তন্মাদিক্ষ কুবংগুস্তে ভুবি শাক্য ইতি শ্রুতঃ । ” অনুসন্ধান ও পর্যালোচনার দ্বারা স্থির হইল যে, ইক্ষ কুবংশীয় সুজাত রাজার পুত্রপঞ্চক হইতেই শাক্যবংশের উৎপত্তি হইয়াছিল এবং সুজাত রাজার জ্যেষ্ঠ পুত্র “ওপুরই” শাক্যবংশের প্রথম বা আদি । শাক্য ওপুরের অধস্তন সপ্তম পুরুষ পরে মহাত্মা শাক্যসিংহ পৃথিবীতে উৎপন্ন হইয়াছিলেন । হিন্দুদিগের বিষ্ণুপুরাণ অনুসন্ধান করিলেও ইক্ষ কুবংশমধ্যে শাক্যবংশের মুলপুরুষ সুজাত রাজাকে দেখিতে পাওয়া যায়। বিষ্ণুপুরাণের মতে রাজা সুজাত বা সঞ্জাত ইক্ষ কুবংশীয় বৃহদ্বল রাজার অধস্তন দ্বাবিংশ পুরুষ এবং রামপুত্র কুশের বংশধর । যথা,--- রাম । - |

  • * ਬਿਬ i পারিপাত্র । ੇ | 贸外1

1 * | ੋਵੇਂ } ਾਂ { বঞ্জনাভ । ਾਂ। t *{जधनींडळ ? দেবামীক । ব্যুষিতাশ্ব। ੋਂ } ੇ .. | ੋ। i পূৰ্ব্বে ইক্ষাকুবংশীয় দশরথ রাজ স্ত্রীর প্রার্থনায় পুত্রদিগকে বনবাদী করিয়াছিলেন, কলিতেও আবার স্বজাত রাগ। তাছাই করিলেন। রামনিৰ্ব্বাসনের সহিত ইহার সাদৃপ্ত থাক। মন্দ বিস্ময়-জনক নহে । 靴8