পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՎԶթ ৰুদ্ধদেব । করিয়াছিলেন । মোহ ভঙ্গের পর গুরু বিশ্বামিত্র প্রোক্তঘটনাকে জাগ্রৎস্বপ্ন অথবা ভ্রমের প্রতারণা বিবেচনা করিলেন । অনস্তর যথানিয়মে অ-কারাদ বর্ণ সকল একে একে উপদেশ করিতে লাগিলেন । কথিত আছে, ভগবান ( শাক্যসিংহ) যখন যে-বর্ণ উচ্চারণ করিয়াছিলেন, তখনই সেই বর্ণের এক একটী বৈরাগ্যসূচক রহস্ত অর্থ আকাশ হইতে প্রতিধ্বনিত হইয়াছিল। গুরু উপদেশ কারলেন, অ । শাক্যসিংহ বলিলেন, অ । অtকাশে ধ্বনিত হইল,—“অনিত্য: সৰ্ব্ব: সংসারস্কন্ধঃ ” সমস্ত সংসার অনিত্য । গুরু উপদেশ করিলেন, অ’ । বুদ্ধদেব উচ্চারণ করিলেন, আ । আকাশে ধ্বনিত হইল,—“আত্মপরহিত; কাৰ্যঃ ” আপনাব ও পরের স্থিত করিবেক । গুরু বলিলেন, ই । শাক্য বলিলেন, ই। আকাশে ধ্বনিত হইল,—“ইন্দ্ৰিয়বৈপুল্যম্ মা কুরু।” ইঞ্জিয়দিগকে পুষ্ট করি s না । গুরু উপদেশ করিলেন, ঈ । শাক্য উচ্চারণ করিলেন, ঈ। ) আকাশে উচ্চারিত হইল,—“ঈতিবছলং জগৎ ” জগৎ ঈতি পরিপূর্ণ অর্থাৎ; বিঘ্নপরিপূর্ণ । গুরু বলিলেন, উ । সিদ্ধার্থও বলিলেন, উ । আকাশে শব্দ হইল, “উপদ্রববহুলং জগৎ।” জগতে উপদ্রবই অধিক । প্রত্যেক বর্ণের উচ্চারণকালে আকাশে এক একট প্রতিশব্দ উখিত হইয়াছিল ।* সেই সকল অমানুষ বাক্য শ্রবণ করিয়া গুরু ও শিষ্যবৃন্দ ধারপর পুস্তক-কায় ঘড়িয়া যাইবে, এই ভয়ে সকল অক্ষরের প্রতিশব্দ দিলাম না । ফল, •টী অক্ষরের ৫.টা প্রতিশব্দ আছে এবং •টিই ধৰ্ম্মমূলক । এই সকল কথা ললিতবিস্তর গ্রন্থ हहेप्टङ लुक्क ठ झ३ण ! o