পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 বুদ্ধদেব । অন্ত ঋষি বলিলেন,— "অজ্ঞানতিমিরে লোকে প্রাচুভূতঃ প্রদীপকঃ । অয়ং তং প্রাপ,স্যতে ধৰ্ম্মং যজগন্মোচয়িষ্যতি ॥” লোক সকল অজ্ঞান-অন্ধকারে পরিপূর্ণ হইয়াছে। ষে অন্ধকার বিনাশের জন্ত এই প্রদীপ আবিভূতি । যে ধৰ্ম্মে জগতের মুক্তি হইবে, ইনি সেই ধৰ্ম্ম পাইবেন । অপর ঋষি বলিলেন,— “শোকসাগরকান্তারে যানশ্রেষ্ঠমুপস্থিতম্। অয়ং তং প্রাপশুতে ধৰ্ম্মং যজগত্তারয়িষ্যতি ॥” দুষ্পার শোকসমুদ্রের নৌকা আগত হইয়াছে। অথবা দুৰ্গম সংসারগহনের যান আগত হুইয়াছে । যে ধৰ্ম্ম জগৎকে উত্তীর্ণ করিবে, শোকসমুদ্রের পরপারে লষ্টয়া যাইবে, ইনি সেই ধৰ্ম্ম পাইবেন । অন্ত ঋষি বলিলেন, — “লরাবাধিকিলিষ্টানা প্রাদুন্থতোভিধৱঃ। অয়ং তং প্রাপ গুতে ধস্তং জাতিস্তুপ্রিমোচকম্‌ ৷” জরাবাণিক্লিষ্ট সংসাররোগীদিগের জন্ত বৈদ্যরাজ আবিভূত হইয়াছেন। যে ধৰ্ম্ম জরামৃত্যু হইতে বিমুক্ত করে, ইনি সেই ধৰ্ম্ম পাইবেন । ঋষিগণ এইরূপ গাথাগান করিয়া প্রদক্ষিণপূৰ্ব্বক প্রণাম করিলেন ; তৎপরে পুনৰ্ব্বার আকাশপথে গমন করিলেন । এদিকে রাজ গুদ্ধোদন কুমারকে না দেখিয়া উদ্বিগ্ন হইয়াছেন। তিনি জানেন না যে, তাহার কুমার কৃষিগ্রামের জম্ব বনে গিয়া ধান করিতেছেন। রাজা কেন, এ ঘটনা কেহই জানেন না। রাজা নিতান্ত উদ্বিগ্ন হইয়া অমাত্যদিগকে আহ্বান করিলেন এবং জিজ্ঞাসা করিলেন, কুমার কোথায় ? অনস্তর অমাত্য ও অনুচর সকলেই কুমারের অন্বেষণে প্রবৃত্ত হইল। এক জন অমাত্য কুষাণগ্রামের জম্ব বনে গিয়া দেখিল, কুমার নিবিড়শাখ জম্ব বৃক্ষের তলদেশে তৃণনিৰ্ম্মিত আসনে উপবিষ্ট হইয়া গভীর ধ্যানে নিমগ্ন আছেন। আরও এক আশ্চর্য্য দেখিল ।—মধ্যাহ্নকাল অতীত হইয়াছে, অপরাহুতাপ্রযুক্ত অন্তান্তবৃক্ষের ; ছায় পরিবৰ্ত্তিত হইয়াছে ; কিন্তু সেই জম্ব বৃক্ষের ছায়া কিঞ্চিম্মাত্র ও পরিবর্তিত হয় নাই। কুমারের শরীর শীতল করিম্ব