পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ । § { কুমার নিতান্ত ইরাসদ –আপনার যান,–কুমারকে গিয়া বলুন,—তুমি কোন কন্তর পাণিগ্রহণ করিবে ।’’ অনন্তর শাক্যগণ কুমারের নিকট গমন করিল । রাজার প্রস্তাব বিজ্ঞাপিত করিয়া বলিল “কুমার! আপনি কোন কস্তার পাণিগ্রহণ করিতে ইচ্ছুক, তাহা বলুন।” কুমার প্রত্যুত্তর করিলেন, “সপ্তাহ পরে প্রত্যুত্তর দিব।” শুনিয়া অমাত্যগণ যথাগত স্থানে গমন করিল। অমাত্যগণ গমন করিলে, কুমার মনে মনে বিচার করিতে লাগিলেন – কামের অনন্ত দোষ, তাহা অামি জানি কমই সকল দুঃখেয়, সকল শোকের মূল, ইহা আমি বিদিত আছি। কাম ভয়ঙ্কর খড়গধারার তুলা, প্রজ্বলিত অগ্নিসম, ইহাও আমি জ্ঞাত আছি। আমার কামভোগে ইচ্ছা নাই, তাহাতে অনুরাগও নাই। যে আমি প্রতিদিন বৃক্ষমূলে সমাধিমুখে শান্তচিত্তে বাস করিব, সেই আমি কি প্রকারে স্ত্রীগৃহে থাকিব ? যে আমি মৌনত্রয়* অবলম্বন করতঃ বিজন বনে শোভা পাইব, সেই আমি কি স্ত্রাসংবৃত হইয়া গৃহমধ্যে শোভা পাইতে পারি ? পুনৰ্ব্বার অন্তদিক্‌ ভাবিয়া দেখিলেন । ভাবিলেন, ন,—বিকারের মধ্যে থাকিয় নিৰ্ব্বিকার শিক্ষা দেওয়াই কর্তব্য-সস্বপরিপাক প্রদর্শন করাই উচিত,—পরিবারদিগকেও বিনয় শিখন উচিত। পদ্ম কৰ্দমেই বৃদ্ধি পায়, জলমধ্যেই শোভা পায় । অতএব, বোধিসত্ত্ব যদি পরিবার লাভ করেন, তথাপি তিনি শত শত প্রাণীকে মুক্ত করিতে পারেন । পূৰ্ব্ব পূৰ্ব্ব বোধিসত্ত্বেরাও ভাৰ্য্যাপুত্র ও গৃহধৰ্ম্ম দেখাইয়া গিয়াছেন, অথচ তাহারা অনুরাগী ছিলেন ন},— বিষয়ব্যাসক্ত ছিলেন না,—ধ্যানভ্রষ্টও হুন নাই,—মুখচু্যতও হন নাই। কি খেদ ! যাহাই হউক, আমিও পূৰ্ব্ব বুদ্ধের দৃষ্টাস্তে লোক শিক্ষা দিব, তাহাদেরই গুণ প্রচার করিব ! এইরূপ স্থির করিয়া তিনি একটা গাথ গান করিলেন । সপ্তদিবস আগত হইলে তিনি অল্প একটা গাথা পত্রারূঢ় করিয়া পিতৃসমীপে প্রেরণ করিলেন । গাথাটা এই ;

  • স্বাক্যমেীন, ইন্দ্রিয়মৌন ও চিত্তমোন অর্থাৎ কথা না বল, স্থথেস্ক্রিয় পরিচালন না করা এবং চিত্তবৃত্তিনিরোধ করা ।

+ গাথাটা ললিতবিস্তুর গ্রন্থে আছে। ইচ্ছা হয়-ত থ’চিহ্নিত পরিশিষ্ঠ দেখুন। প্রবন্ধ কর্কশ হইবে ভাবিয়া গাথাটী অল্প স্থানে দিলাম ।