পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

登尊 বুদ্ধদেব । গাখী সংগীত শুনিতে পাইলেন । বংশী গাথ গান করিল, বীণাও গাথাগান করিল, মৃদঙ্গও গাথা ধ্বনি বাক্ত করিল,—শুনিষ শাক্য-সিংহের মুখবর্ণ পরিবর্তিত হষ্টল। তিনি তুষ্ণীম্ভাব অবলম্বন করিলেন। ক্রমে অন্তঃপুর নিস্তব্ধ হইল। পুরাঙ্গনাগণ নিদ্রিত হইল। বুদ্ধদেব অমনি ধ্যান নিমীলিত নেত্ৰে কৰ্ত্তবাচিস্তায় নিমগ্ন হষ্টলেন । অল্পক্ষণ পরে সেই দিবসের সেই রাত্রিতেই তিনি সংসারতাগ্যের দৃঢ়সংকল্প ধারণ করিলেন । ঐ দিন নিশশেষে রাজ গুদ্ধোদন স্বপ্ন দেখিতেছেন,—“অৰ্দ্ধরত্র অতীত হইয়াছে, জগৎ নিস্তব্ধ, জীবগণ নিদ্রীয় অভিভূত, এমন সময়ে কুমার সিদ্ধার্থ অঙ্গাভরণ উন্মোচনপুৰ্ব্বক পরিব্রাজ কবেশে রাজপুরী পরিত্যাগ করিয়া দক্ষিণাভিমুখে গমন করিতেছেন এবং সমস্ত দেবগণ সানন্দে তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিতেছেন ।” বহুকাল হইতেই রাজার মনে সন্দেহ সঞ্চিত হইতেছিল, অজ সেই চিরসন্দিগ্ধ বিষয় স্বপ্নগোচর হইল। "যেমন তিনি স্বপ্ন দেখিলেন, যেমন তিনি দেখিলেন, তাহার কুমার রাজ্য ধন স্ত্রী পুত্র সমস্ত পরিত্যাগ করিয়া চলিয়া গেল, অমনি তাহার নিদ্রাভঙ্গ হইল। ভয়ভীত হইয়া এদিক ওদিক চতুর্দিকে দৃষ্টি পরিচালন করিতে লাগিলেন । হৃদয় শুষ্ক হইল এবং কঁপিয়া উঠিল । মুখ শুষ্ক হইয়া আসিল । কষ্টস্বরে কঞ্চকীকে ডাকিলেন । বলিলেন, কন্ধুকি ! শীঘ্ৰ বল আমার কুমার কোথায় শীঘ্ৰ বল। কুমার, অন্তঃপুরে আছে কি না, শীঘ্র জানিয়া অক্টেস ” কষ্ণুকী বলিল, মহারাজ ! কুমার অন্তঃপুরেই আছেন, ইহা অামি জ্ঞাত আছি । * রাজা মনে মনে স্বপ্নদৃষ্ট বিষয়ের আন্দোলন করিতে লাগিলেন । র্তাগর মুখ যেন চিরকালের জন্য অন্তর্হিত হইল। হৃদয়ে শোক-শল্য প্রবিষ্ট হইল। তাঙ্কার স্থির বিশ্বাস হইল, কঁহার কুমার গৃহে থাকিবে না, রাজা হইবে না, রাজ্যভোগ করিবে না, নিশ্চিত সন্ন্যাসী হইবে । তিনি আরও ভাবিলেন, আমার কুমার অচিরাং সন্ন্যাসী হইবে, তাই আমি স্বপ্নে এই সকল পূৰ্ব্বনিমিত্ত দেখিতেছি। অনস্তর তিনি মনে মনে বিচার করিয়া অবশেষে এই রূপ স্থির করিলেন যে, স্বাজ হইতে কুমারকে আর উদ্যানভূমে অথবা গ্রামান্তসীমায় যাইতে দেওয়া