পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* বুদ্ধদেব । ধ্যান-রত ও নিৰ্ব্বাণ-প্রাপ্তির উপায়চিস্তায় অভিনিবিষ্ট। প্রবল নিস্ক্রম-চিস্ত র্তাহীকে আক্রমণ করিয়াছে ; সেই জন্তই তিনি নিরস্তর নির্জনবাসী । নির্জনে বসিয়া একাকা কি চিন্ত করেন, কেহ তাছার নিকট গমনে সক্ষম হয় না। ক্রমে রাজা, গজ, রাজপরিবার, সমস্ত লোকই শঙ্কাসস্থল হইয়া উঠিল। সক লেই নানা দুনিমিত্ত দেখিতে লাগিল। কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইয়া অন্ধের ন্যায়, বধিরের দ্যায় পঙ্গুর স্থায়, খঞ্জের ন্যায়, মুকের ন্যায়, উন্মত্তের ন্তায় ও জড়ের দ্যায় হতচেতন হইতে লাগিল । রাজা শুদ্ধোদন ভবিষ্য-অনিষ্টের সুচক দুর্নিমিত্ত সকল লক্ষ্য করিয়া কাতর হইলেন এবং শাক্যকুলের সমৃদ্ধি অচিরাৎ উচ্ছেদ প্রাপ্ত হইবে ভাবিয়া আপনাকে ধিক্কার প্রদান করিতে লাগিলেন । ললিতবিস্তর প্রভৃতি বৌদ্ধ পুস্তকে লিখিত আছে, শাক্যসিংহের সংসারত্যাগের পূৰ্ব্বে নিম্নলিখিত দুনিমিত্ত ও নগরের দুরবস্থা সংঘটন হুইয়াছিল। যথা— ১ । হংস, ক্ৰৌঞ্চ, ময়ূর, শুক, সবিকা,—ইহার রব-পরিত্যাগ করিয়াছিল এবং প্রাসাদ-মস্তকে ও তোরণ প্রভৃতি স্থানে বসিত না । ২। কি ক্রব জন্তু, কি অক্রর জন্তু, সকলেষ্ট দুঃখিত, দুৰ্ম্মন ও চিন্তাকুল হইয়। অধোমুখে কাল-কৰ্ত্তন করিয়ছিল। ৩। সরোবরে ও পুষ্করিণীতে পদ্মফুল ফুটে নাই যাই ফুটিয়াছিল, তাহ ফুটবামাত্র স্নান ও বিশীর্ণ হইয়া গিয়াছিল। ৪ । বৃক্ষের পত্র, পুষ্প, ফল, সমস্তষ্ট ঝরিয়া গিয়াছিল, আর পল্লবত, পুষ্পিত ও ফলিত হয় নাই । *. ৫ । অকস্মাৎ গীত-গৃহ-স্থিত বীণা প্রভৃতি তন্ত্র-যন্ত্রের তন্ত্র (তীর) ছিন্ন হষ্টয়াছিল, বান্ধাইতে গেলে বাজিত না । ৬। ভেরী ও মৃদঙ্গ প্রভৃতি চৰ্ম্মনন্ধ বাদ্যযন্ত্র সকল বাজিত না, কেহ বাজইতে গেলে ছিড়িয়া যাইত ! ৭ । সমস্ত নগর নিদ্রায় অভিভূত, মোহে আচ্ছন্ন, কৰ্ত্তব্যজ্ঞানে বঞ্চিত এবং সৰ্ব্বদা সুব্যtফুল বা চঞ্চলচিত্ত । ৮ । কাহারও মনে গান-বাস্ক-নৃত্য-ক্রীড়ার ও অন্যান্য আমোদের ইচ্ছা হয় नाहे ।