পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৫০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Holz- বুদ্ধদেব। cशंण-बशशेन ब नभं श्ब्राप्छ्न-भूख्tशंद्र हिम श्ब्र त्रिब्रांप्छ्-५ड़ेब्र *नsडूटेग्न माहे,-उग्रं श्ब्राcछ्-डिनि शब्रांप्न नग्नन कब्रिब्र श्रांtछन । द्रांबांद्र छ्जन७ চামর এ সকল ছিন্ন ভিন্ন ও ভূপতিত হইয়াছে—আপনার ও স্বামীর মুরুচির আভরণ ইতস্ততোবিক্ষিপ্ত এবং ভূপতিত। রাজার রাজমুকুট নাই—তাহ দেখিয়া তিনি ব্যাকুল হইতেছেন। পরে দেখিলেন, নগরদ্বার দিয়া এক জ্যোতিঃপিও নিফ্রান্ত হইতেছে--সমস্তপুরী ঘোর অন্ধকারে পূর্ণ হইয়াছে—জালক সকল ছিন্ন —শোভন রত্নরাজি বিকীর্ণ—মুক্তাহার খসিয়া পড়িল-মহাসাগর উচ্ছলিত হই, য়াছে—পৰ্ব্বতরাজ মুমেরু স্থানভ্রষ্ট হইয়া কম্পমান হইতেছে ! শাক্যবধূ গোপ অৰ্দ্ধাত্র সময়ে ঈদৃশ ভীষণ স্বপ্ন দেখিলেন, তৎক্ষণাৎ তাহার নিদ্রাচ্ছেদ হইল। প্রতিবুদ্ধ হইয়া তিনি ভয়ে বিহবলা হইয়া স্বামীকে বলিতে লাগিলেন,—“দেব! বলুন, শীঘ্র বলুন, আমার কি হইবে ! আমি এইরূপ (কথিত প্রকার ) স্বপ্ন দেখিয়াছি, দেখিয়া জ্ঞান-হারা হইয়াছি । কিছুই বুঝিতেছি না, আমার মন শোকে, দুঃথে ও ভয়ে ব্যাকুল হইয়াছে !” শুনিয়া বুদ্ধদেব সত্ত্ববাক্যে বলিতে লাগিলেন,-- “—ভব প্রমুদিত পাপং ন তে বিদ্যতে । ষে সত্ত্বা; কৃত পুন পুৰ্ব্বচরিতে দক্ষ্যন্তি স্বপ্ন ইমে, কোহষ্ঠঃ পশু অনেক দুঃখ বিহিত স্বপ্নান্তরাণোদশাং ।” গোপে! তোমার ভয় নাই। তুমি যাহা দেখিয়াছ, তাহা ভয়হেতু নহে, প্রত্যুত পুণ্যহেতু। ভয় পরিত্যাগ কর, প্রমুদিত হও, তোমার কিছু মাত্র পাপ নাই। পূৰ্ব্বে যাহারা অনেক পুণ্য করিয়াছে তাহারাই ঐরূপ স্বপ্ন দেখে, পাপমতির ঐক্ষপ স্বপ্ন হয় না। তুমি যাহা দেখিয়াছ, তাহার ভবিষ্য ফল বলিতেছি, গুল- • তুমি যে পৃথিবীকে কঁাপিতে দেখিয়াছ, তাহার ফলে দেব, যক্ষ, নাগ, রাক্ষস এবং অন্যান্য সকল জীব তোমাকে অচিরাং পূজ্য ও শ্রেষ্ঠা করিবে। তুমি বৃক্ষমুল উৎপতিত ও কেশপাশ ছিন্ন হইতে দেখিয়াছ, ওtহার ফলে ভূমি শীঘ্রই ক্লেশজাল ছিন্ন কৃরিবে এবং দৃষ্টজাল (জ্ঞান ) উদ্ধৃত করবে। তুমি যে চন্দ্র স্বৰ্য্য নিম্প্রভ ও জ্যোতিষ্কমণ্ডল বিক্ষিপ্ত হইতে দেখিয়াছ, কাহার ফলে তুমি শীঘ্রই ক্লেশশক্র বিনাশ করিয়া পূজ্য ও প্রশংসনীয়া হইবে।