পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৫০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । శ్రీక్ష তুমি যে মুক্তাহার বিকীর্ণ ও আপনাকে নগ্ন হইতে দেখিয়াছ, তাহার ফলে তুমি অচিরাৎ এই স্ত্রীকায়া পরিত্যাগ করিয়া পুরুষকায় (যাহা আত্মার স্বরূপ তাহাই ) লাভ করিবে । তুমি ষে মস্তক ও চরণ প্রভগ্ন এবং ছত্ৰচামরাদির শীর্ণতা দর্শন করিয়াছ, তাহারই ফলে তুমি অবিলম্বে পাপচতুষ্টয় হইতে উত্তীর্ণ হইয়ু আমাকে ত্রিলোকমধ্যে একছত্র হইতে দেখিবে। তুমি আমার ভূষণাদি উন্মোচিত হইতে দেখিয়াছ, তাহারই ফলে তুমি আমাকে দ্বায়িংশল্পক্ষণে ভূষিত ও লোকপূজ্য হইতে দেখিবে । গোপে ! তুমি যে নগর হইতে সম্মিলিত কোটা দীপ নির্গত হইতে দেখিয়ছি, তাহার ফলে তুমি দেখিবে, শীঘ্রই আমি লোকের মোহান্ধকার নষ্ট করিয়া তাঁহাদের প্রতি প্রজ্ঞালোক বিস্তার করিব । গোপে ! তুমি দেখিয়াছ, আমার মুক্তাহার বিশীর্ণ হইয়াছে, স্বর্ণম্বর ছিন্ন হইয়াছে, ইহার ফলে তুমি শীঘ্রই দেখিবে, আমি ক্লেশজাল বিধ্বস্ত করিয়া জ্ঞান-সুত্রের উদ্ধার ও সংস্কার করিয়াছি ! “হৰ্ষং বিন্দ মাচ খেদং জনেছি তুষ্টিং বিন্দী ভঞ্জহ চ প্রীতিং। ক্ষিপ্ৰং তেধ্যে প্রীতি প্রামোদ্য লভর্তী মেহি গোপে ! ভদ্র কাস্তুে নিমিত্তা: 1" ८आ८१ ! डूमि डोङ श्३७ न, श्राश्लानि ठा १७ । cनाक कब्रि७ न, श्र्ष আহরণ কর। তুমি যাহা দেখিয়াছ, তাহ দুনিমিত্ত নহে, সুনিমিত্ত। শীঘ্রই তুমি প্রতিমুখে মুখিনী হইবে, পাপজাল ধ্বস্তু করি আস্ত্রোন্ধারে ক্ষম্ববতী হইবে । ভগবান শাক্যসিংহ এই রূপে ভয়-ভীত গোপাকে সান্থনা করিলেন। বুদ্ধিমতী গোপ বিশ্বস্তুচিত্তে পতিবাক্য শ্রবণ করিয়া আশ্বস্ত হইলেন এবং প্রমুদিতচিত্তে পুনৰ্নিদ্রাগত হইলেন । - নিষ্কম-চিন্ত । রাত্রি গভীর, পুরবাসিগণ নিদ্রিত, কেবল কুমার সিদ্ধার্থ একাকী সেই নিঃশা নিশীথসময়ে চিস্তান্বিত। কিসের চিস্তা ? নিষ্ক্রমণের চিন্তা-পুত্বপরিত্যাগের