পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৫০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s বুদ্ধদেব । চিত্ত । তিনি ভাবিলেন, পিতা শুদ্ধোদনের অজ্ঞাতসারে ও বিনা অনুজ্ঞায় পুরপরিত্যাগ করা আমার বিধেয় নহে । করিলে মকৃতজ্ঞতা ও অদ্যায় করা হয়। অতএব, আমি পিতার নিকট অনুজ্ঞাত হইয়াই নিষ্ক্রান্ত হইব । অনন্তর তিনি সেই অদ্ধরত্রসময়ে একাকী অলক্ষ্যে পিতৃভবনে গমন করি লেন । তাহার গমনে গুদ্ধোদনের শয়ন-কক্ষ আলোকিত হইল এবং রাজা ও তৎ প্রভাবে প্রতিবুদ্ধ হইলেন । শুদ্ধোদন নেত্র উন্মীলিত করিয়া দেখেন, গৃহ আলোকময় হইয়াছে । ব্যগ্র হইয়া কঙ্কুককে আহবান করিলেন এবং জিজ্ঞাস করিলেন, কঙ্কুকিন স্থৰ্য উদিত হইয়াছে ? কথু কী প্রত্যুত্তর করিল, মহারাজ ! এখনও রাত্রির শেষ অৰ্দ্ধ ব্যতিক্রস্ত হয় নাই । স্থৰ্য্যপ্রভ উদিত হইলে ভিত্তিতে ছায়া দর্শন হয়, শরীর উষ্ণ হয়, দেহে ঘৰ্ম্ম উৎপন্ন হয়, হংস, ময়ুর, শুক, কোকিল, চক্রবাক প্রভৃতি পক্ষিগণ রব করে, এ সকল লক্ষণ এখনও লুপ্ত আছে । মহারাজ ! এ প্রভ স্বৰ্য্য প্রভ নহে, এ প্রভা মুখস্পশ ও মনোহারিণী । আমার জ্ঞান হইতেছে, আমাদের গুণধর রাজপুত্র এখানে মাসিতেছেন । রাজা শুদ্ধোদন চকিত-নয়ন বিস্ফারিত করিলেন এবং তন্মুহূৰ্ত্তে দেখিলেন, কুমার গুণধর তাহার অভিমুখে দণ্ডায়মান। রাজ তখন সসন্ত্রমে ও সমেছে নিকটাগত পুত্রের সন্মানাথ শব্যাপরি ত্যাগ কবিলেন। কুমার সিদ্ধার্থও পিতৃগৌরবে নিয়ন্ত্রিত হইয়৷ তদীয়ুচরণে দ গুৰং প্রণাম করত করপুটবিধানে বিনয়বাক্যে বলিতে লাগিলেন - কথোপকথন । SDDDBS BBD DDS BBB BS BD DDD BB BB BBBBB না। হে দেব ! আপনি আমায় রাজ্যের সহিত ও স্বজনগণের সহিত ক্ষমা করিবেন। এক্ষণে আমার নিক্রম কাল আগত হইয়াছে, আশীৰ্ব্বাদ করুন, যেন আমার মনোরথ সিদ্ধ ও নিৰ্ব্বিপ্ন হয় । শুনিয়া রাজা শুদ্ধোদন বলিতে লাগিলেন,— “তমশ্রীপূর্ণ নয়নে নৃপতির্বভাষে কিঞ্চিৎ প্রয়োজন ভবেৎ বিলি বৰ্ত্তনে তে । কিং যাচসে মম বরং বদ সৰ্ব্ব দাসে) অনুগৃঙ্গ রাজকুল মঞ্চ ইদঞ্চ রাষ্ট্রম্‌ ৷”