পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৫১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । kr : ছন্দক কিয়দর গমন করিলে সিদ্ধার্থ মনে মনে বিচার করিলেন, আমি সন্ন্যাসী হইলাম অথচ চুড় ( সুদীর্ঘ কেশ ) থাকিল ইহা কি প্রকার হইবে ? ভাবিয়া তিনি এক খড়েগ1 * দ্বারা ভ্রমর কৃষ্ণ দীর্ঘকেশ ছেদন করিয়া অস্তুরীক্ষে নিক্ষেপ করিলেন । 齡 বৌদ্ধ গ্রন্থে লিখিত আছে, ভগবান বুদ্ধদেব কেশ পাশ ছেদন করিয়া দূরে নিক্ষেপ করিলে, দেবগণ তাঙ্গ পুজার মমিস্ত গ্রহণ করিয়াছিলেন এবং সেই চুড়াচ্ছে দস্থানে চৈত্য স্থাপিত হইবায়ু, সে চৈত্য চুড়া প্রতিগ্রহণ নাম প্রাপ্ত হইয়াছিল । শরীর নিরলঙ্কার ও মস্তক কেশবিহীন হইল, তথাপি সিদ্ধার্থের মন পরিতুষ্ট হইল না। তিনি স্বপরিধেয় কেীযক বা কাশিক বস্ত্রের প্রাত দৃষ্টি করতে BSBBB S BBBBB BB BB BSBBB BB BBBS BB BBBBB BBBB কাষায় বস্ত্র পাই, তাহা হইলে ভাল হয়। এই সময়ে এক ব্যাধ তাঁহায় সম্মুখে কাষায়বস্ত্র পরিধানপূর্বক সমাগত হইল। তাহা দেখিয়া ভগবান বোধিসত্ব হৃষ্টচিত্তে ব্যাধকে সম্বোধন পূব ক বললেন, মহাশয় । আপনি যদি আমাকে আপনার পরিহিত বস্ত্র দেন, তাই হইলে আমি এই কৌশিক বস্ত্র আপনাকে দেই । ব্যাধ বলিল হুঁ-এই বস্ত্রই আপনার শোভনীয় এবং ঐ বস্ত্র আমার শোভনীয়। বুদ্ধদেব বলিলেন, সেই জন্তই উহা আমি যাচঞা করিতেছি। ব্যাধ তন্মুহূৰ্ত্তে আপনার পরিহিত কাষায় বস্ত্র উন্মোচন পূর্বক বুদ্ধদেবকে প্রদান করিল, বুদ্ধদেব ও আপনার কৌষি ক বস্ত্র ব্যাধকে প্রদান করিলেন । ললিত বস্তর গ্রন্থে লিখিত আছে, এই ধ্যাধ প্রকৃত ব্যাধ নহে, ইনি এক দেবপুত্র। ব্যাধরূপী দেবপুত্র ভগবানের প্রদত্ত বস্ত্র মস্তকে ধারণ পূৰ্ব্বক দেবলোকে গমন করিল, ছন্দক তাই। নাকি দূর হইতে দেখিতে পাইয়াছিল। সেই বস্ত্র পরিবর্তনের স্থানে ও এক উচ্চতর চৈত্য স্থাপিত হইয়াছিল। সেই চৈত্য না-কি অদ্যপি কাষীয় গ্রহণ নামে খ্যাত আছে ।

  • খণ্ডগ কোথায় ছিল, ত{হ লিখিত নাই । 蠟

+ কোধিক—রেশমি কাপড়। কশিক-কাণীদেশের বস্ত্র । এই বস্ত্র পরিবর্তনকথা নানাজনে নানারূপ লিৰিয়াছে কিন্তু মূল গ্রন্থে যাহা আছে তাছাই লিখিত হইল ।